স্পোর্টস ডেস্ক : শনিবার (৪ মার্চ) প্রিমিয়ার লিগে নিজেদের মাঠে শুরুতে পিছয়ে পড়েও শেষ মুহূর্তের গোলে বোর্নমাউথকে ৩-২ গোলে হারিয়েছে আর্সেনাল।
ম্যাচে ২-০ গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে ৮ মিনিটের ব্যবধানে ২ গোল করে খেলায় সমতা ফেরায় আর্সেনাল। খেলা যখন নিশ্চিত ড্রয়ের দিকে হাঁটছে তখন যোগ করা সময়ের অন্তিম মুহূর্ত জয়সূচক গোলের দেখা পায় আর্সেনাল। টমাস পার্টি, বেন হোয়াইট ও রেইস নেলসন গানারদের পক্ষে গোলগুলো করেন। বোর্নমাউথের হয়ে ফিলিপ বিলিং ও মার্কাস সেনসি গোল দুটি করেন।
কিউএনবি/আয়শা/০৪ মার্চ ২০২৩,/রাত ১১:২৪