স্পোর্টস ডেস্ক : বুধবার (১ মার্চ) বেলা ১২টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয় বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডে। ম্যাচটিতে টস জিতে তামিম ইকবাল প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। ৪৭.২ ওভারে ১০ উইকেট হারিয়ে বাংলাদেশ করে ২০৯ রান।
ম্যাচটিতে মিডল অর্ডারে ব্যাটিংয়ে আসেন সাকিব। তবে হাথুরুসিংহে প্রথম মেয়াদে দায়িত্ব ছেড়ে দেয়ার পরে টপ অর্ডারে ব্যাটিং শুরু করেন সাকিব। হাথুরুর পরীক্ষায় পড়ে সাকিবকে যেতে হয়েছে পুরোনো ঠিকানায়।
এ দিন ব্যাট হাতে মাত্র ৮ রান করেই আউট হয়েছেন তিনি। এরপরেই প্রশ্ন উঠেছে টপ অর্ডারের সফল সাকিব কেন মিডল অর্ডারে? তবে সেই প্রশ্নের উত্তর নিশ্চয়ই বাংলাদেশের কোচ জানেন।
ক্যারিয়ার বিশ্লেষণ করে দেখা গেছে, টপ অর্ডারেই ব্যাটিং করে সাকিব বেশি সফল হয়েছেন। ৪৫ ম্যাচ খেলে করেছেন ১ হাজার ৭৫৫ রান। গড় ৪৮। আর মিডল অর্ডারে তার গড় ৩৮ এর নিচে। ফলে উপরের পজিশনেই ভালো খেলেছেন এই অলরাউন্ডার। ২০১৯ সালের বিশ্বকাপেও টপ অর্ডারে ব্যাটিং করে ভালো করেছেন তিনি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে উপরের পজিশনে ব্যাটিং করে ১১ ইনিংসে ৩৭৫ রান করেছেন সাকিব। যেখানে তার ব্যাটিং গড় ৪১। ফলে মিডল অর্ডার থেকে টপেই ব্যাটিং করতে হয়তো তিনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। এবার হয়তো হাথুরুসিংহেও বিষয়টি মাথায় রাখবেন।
কিউএনবি/আয়শা/০১ মার্চ ২০২৩,/রাত ৮:০০