আন্তর্জাতিক ডেস্ক : টুইটারের মালিকানা নেয়ার পর প্রতিষ্ঠানের জনবল ৭০ শতাংশ কমিয়েছেন ইলন মাস্ক। কেনার সময় টুইটারে সাড়ে সাত হাজার কর্মী ছিল। এখন তা মাত্র দুই হাজারের মতো। চলতি সপ্তাহেই টুইটারে নতুন করে কর্মী ছাঁটাই করা হয়েছে।
এদের মধ্যে কেউ কেউ গত রোববারও (২৪ ফেব্রুয়ারি) চাকরিচ্যুতির ইমেইল পেয়েছেন। কেউ কেউ টুইট করে জানিয়েছেন, তারা আর কোম্পানির সার্ভার ব্যবস্থায় প্রবেশ করতে পারছেন না। তার মানে তাদেরকে না জানিয়েই চাকরিচ্যুত করা হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন মতে, গত সপ্তাহের শেষদিকে কমপক্ষে ২০০ কর্মী ছাঁটাই করা হয়েছে। এর মধ্যে এমন এক সিনিয়র কর্মী রয়েছেন যিনি রাতে টুইটার অফিসেই ঘুমাতেন। টুইটারের ব্লু টিক সাবস্ক্রিপশন সেবার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও পণ্য ব্যবস্থাপক হিসেবে নিযুক্ত ছিলেন ক্রফোর্ড।
এস্থার ক্রফোর্ড নামের ওই নারী কর্মীর ক্যালিফোর্নিয়ায় কোম্পানির সদরদফতরে ঘুমানোর একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল হয়। সে সময় বিষয়টা নিয়ে বেশ আলোচনা হয়।
ছবিতে দেখা যায়, একটি স্লিপিং ব্যাগের মধ্যে চোখে মাস্ক লাগিয়ে ঘুমাচ্ছেন ক্রফোর্ড। ইভান জোন্স নামের টুইটারের এক পণ্য ব্যবস্থাপক প্রথম ছবিটি শেয়ার করেন। সে ছবি রিটুইট করে ক্রফোর্ড লিখেছিলেন, নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ শেষ করতে মাঝেমধ্যে কর্মস্থলে ঘুমাতে হতে পারে।’
ছবিটি প্রকাশ হওয়ার পর এ নিয়ে বিতর্কও তৈরি হয়েছিল। অনেকে তখন টুইটারে কাজের চাপ ও কর্মপরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তবে চাকরিচ্যুত হওয়ার পর টুইটার কর্তৃপক্ষের সমালোচনা করেছেন ক্রফোর্ড। তিনি বলেছেন, টুইটারের জন্য কঠোর পরিশ্রম করেছেন তিনি। কিন্তু সেই পরিশ্রমের মূল্যায়ন করা হয়নি।
কিউএনবি/আয়শা/২৮ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:২৮