শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট নগরী মজুমদারপাড়া ঘাসিটুলাস্থ কুরআন শিক্ষা প্রশিক্ষণ বোর্ড বাংলাদেশ কমপ্লেক্স এর জামিয়া ইসলামিয়া দারুল কুরআন এর দস্তারবন্দী ইসলামী সম্মেলন আগামী শুক্রবার (৩ মার্চ) দুপ্রু ২টা থেকে মধ্যরাত পর্যন্ত জামিয়া ময়দানে অনুষ্ঠিত হবে। ইসলামী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন আন্তর্জাতিক ইসলামী চিন্তাবিদ আল্লামা খলীলুর রহমান পীর নেছারাবাদী, বরিশাল।
ইসলামী সম্মেলনে সভাপতিত্বে করবেন ভার্থখলা মাদরাসার প্রিন্সিপাল শায়খ মাওলানা মজদুদ্দীন আহমদ, সহকারি পরিচালক মুফতি সিকন্দর আলী। উক্ত সম্মেলনে উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন অত্র মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল শায়খুল কুররা মাওলানা মোজাম্মিল হোসাইন চৌধুরী, ইস্তেজামিয়া কমিটি অত্র বোর্ডের সভাপতি আলহাজ্ব বাবর বক্স, সেক্রেটারি আলহাজ্ব সুয়েল আহমদ।
কিউএনবি/আয়শা/২৮ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:১৫