বিনোদন ডেস্ক : রাজকুমার সন্তোষী পরিচালিত ‘ব্যাড বয়’ শিরোনামের সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখছেন তিনি। ২০২০ সালে মুক্তির কথা ছিল ‘ব্যাড বয়’ সিনেমাটি। কিন্তু নানা জটিলতায় পিছিয়ে যায় এই পরিকল্পনা। অবশেষে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। জানা যায়, আগামী মাসে মুক্তি পাবে এটি। এরই মধ্যে সিনেমাটির একটি গান প্রকাশ করেছেন নির্মাতারা। আর সেই গানের ভিডিও নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন।
কিউএনবি/আয়শা/২৮ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:০৮