স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি, করিম বেনজেমা নাকি কিলিয়ান এমবাপ্পে কে ২০২২’র ফিফা বর্ষসেরা জানা যাবে আজ রাতে। বাংলাদেশ সময় রাত ২টায় প্যারিসে শুরু অনুষ্ঠানে দেওয়া হবে ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড। ইউরোপীয় গণমাধ্যম জানাচ্ছে, বিশ্বকাপ বিজয়ী আর্জেন্টাইন অধিনায়ক মেসির হাতেই এবারের পুরস্কার ওঠার সম্ভাবনা সবচেয়ে বেশি।
২০২২ বর্ষসেরা পুরস্কারের জন্য গত ৮ আগস্ট ২০২১ থেকে ১৮ ডিসেম্বর ২০২২ পর্যন্ত পারফরম্যান্স মূল্যায়ন করা হয়েছে। ফিফা পুরস্কারের জন্য বিবেচিত সময়টা দারুণ কেটেছে মেসির। বিশ্বকাপে করেছেন ৭ গোল, জিতেছেন গোল্ডেন বল পুরস্কার। পিএসজির হয়ে জেতেন ফ্রেঞ্চ লিগ। এমবাপ্পে বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করেন। জেতেন গোল্ডেন বুট। মেসির মতো তিনিও জেতেন লিগ শিরোপা। আর বেনজেমা রিয়ালের হয়ে জিতেছিলেন লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ শিরোপা। যে পারফরম্যান্সে জেতেন ২০২২ ব্যালন ডি’অর।
মেসি এর আগে ব্যালন ডি’অর জিতেছেন ৭ বার (২০০৯ থেকে ২০১২, ২০১৫, ২০১৯, ২০২১)। ব্যালন ডি’অর আলাদা হয়ে যাওয়ার পর ফিফা দা বেস্ট জিতেছেন তিনি একবার, ২০১৯ সালে। পরের দুবার তিনি যথাক্রমে তৃতীয় ও দ্বিতীয় হন ২০২০ ও ২০২১ সালে।
ফিফা দ্য বেস্টের ভোট চারটি অংশে ভাগ করা। ২৫ শতাংশ ভোট নির্বাচিত দেশের সংবাদ মাধ্যমের সাংবাদিকদের। দলের অধিনায়করা দিয়েছেন ২৫ শতাংশ ভোট। ২৫ শতাংশ ভোট দিয়েছেন জাতীয় দলের হেড কোচরা। বাকি ২৫ শতাংশ ভোটের ফল নেওয়া হয়েছে ভক্তদের থেকে ১২ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। আজ নারী বর্ষসেরা, বর্ষসেরা গোলকিপার, বর্ষসেরা কোচসহ আরও কয়েকটি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে।
কিউএনবি/আয়শা/২৭ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৩৫