স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, সোমবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলন করে জানানো হবে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের টাইটেল স্পন্সরের নাম। তবে অভ্যন্তরীণ সমস্যার কারণে শেষ পর্যন্ত এদিন উপস্থিত হতে পারেনি স্পন্সরশিপ প্রতিষ্ঠানটি। তাই ঘোষণা করা হয়নি সিরিজের টাইটেল স্পন্সরের নাম।
এদিন নির্দিষ্ট সময়ের আধাঘণ্টা আগেই সংবাদকর্মীরা বিসিবির কনফারেন্স রুমে উপস্থিত হলেও সময় গড়িয়ে যাওয়ার পরও সেখানে শুরু হয়নি সভা। দুপুর ১২টার পর বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি সুজন জানান। স্পন্সর প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ের মধ্যে সবকিছু সম্পন্ন করে উপস্থিত হতে না পারায় সংবাদ সম্মেলন মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। অর্থ্যাৎ সিরিজ শুরুর আগের দিন জানা যাবে টাইটেল স্পন্সরের নাম।
২০১৬ সালের পর এই প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে পা রেখেছে ইংলিশরা। সেবার মাশরাফী বিন মোর্ত্তজার দলকে ২-১ ব্যবধানে হারিয়েছিল ইংলিশরা। এবারের সফরে ইংল্যান্ড বাংলাদেশের বিপক্ষে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে। মার্চের ১ তারিখ শুরু হয়ে ১৪ তারিখ পর্যন্ত চলবে খেলা। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো ওয়ানডে সুপার লিগের অংশ হিসেবে গণ্য হবে। অবশ্য বাংলাদেশ ও ইংল্যান্ড উভয় দলই এরই মধ্যে ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করে ফেলেছে।
কিউএনবি/আয়শা/২৭ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:১৫