বিনোদন ডেস্ক : প্রয়াত অভিনেতা কিশোর কুমারের জীবনী নিয়ে নির্মিত হতে যাচ্ছে সিনেমা। আর এতে নাম ভূমিকায় অভিনয় করবেন রণবীর কাপুর। এমনটাই জানালেন অভিনেতা নিজে। তবে শোনা গিয়েছিল সৌরভ গাঙ্গুলির বায়োপিকে অভিনয় করবেন তিনি কিন্তু সেটি আর হচ্ছে না। মুক্তির অপেক্ষায় থাকা ‘তু ঝুঠি ম্যায় মাক্কার’ এর প্রচারের জন্য কলকাতায় এসেছিলেন ‘রকস্টার’ অভিনেতা। সেখানেই রবিবার একটি ইভেন্টে বিখ্যাত ব্যক্তির বায়োপিকে কাজ করা নিয়ে কথা বলেন রণবীর।
অন্যদিকে কিশোর কুমারের বায়োপিকের বিষয়ে তিনি বলেন, ‘আমি গত ১১ বছর ধরে কিশোর কুমারের বায়োপিক নির্মাণ নিয়ে কাজ করছি। অনুরাগ বসুর সঙ্গে লেখার কাজে যুক্ত আছি। আশা করছি, এটাই আমার পরবর্তী বায়োপিক হবে, যেখানে আমি অভিনয় করব। কিন্তু আমি এখনও দাদার উপর যে বায়োপিক হচ্ছে, সে বিষয়ে কিছু শুনিনি।’
কিউএনবি/আয়শা/২৭ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:৪০