মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে প্রাইম ব্যাংকের নেতৃত্বে সব ব্যাংকের সমন্বয়ে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে রামদেও বাজলা উচ্চ বিদ্যালয় মাঠ থেকে র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে গিয়ে বেলুন ও পায়রা উড়িয়ে কনফারেন্স শুরু হয়।কনফারেন্সে প্রাইম বাংকের রাজশাহী জোনাল হেড আব্দুল হালিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এ এফ এম শাহীনুল ইসলাম।
এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক আবুল কালাম আজাদ, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ইকবাল মোহসীন, যুগ্ম পরিচালক জাহাঙ্গীর আলম, জেলা শিক্ষা অফিসার আঃ রাজ্জাক ও প্রাইম বাংকের জয়পুরহাট শাখা ম্যানেজার ফারুক হোসেনসহ অন্যান্যরা।অনুষ্ঠানে স্কুল শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কর্মকর্তারা এবং কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন করা হয়। কনফারেন্সে স্কুল ব্যাংকিক সুবিধা এবং একাউন্ট বৃদ্ধির বিষয়ে তাগিদ দেওয়া হয়।অনুষ্ঠানে বিভিন্ন তফশিলি ব্যাংকের উর্দ্ধতন কর্মকর্তা এবং স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কিউএনবি/অনিমা/২৭ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ২:৩২