বিনোদন ডেস্ক : জন্মদিনের ঠিক একদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেন মনামী। সমুদ্রের মাঝে ব্ল্যাক মনোকিনিতে হাতে কেক নিয়ে মনামি একটি ছবি পোস্ট করেন। যে ছবি ঘুম কেড়েছে অনেকেরই। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আফটার অল আই অ্যাম অ্যা ওয়াটার সাইন…ওয়েলকাম টু পাইসেস সিজন মাই লাভস..’।
ব্যাস, এই ছবি নেট দুনিয়ায় আসা মাত্রই কমেন্টে ভরে গেছে অভিনেত্রীর সোশ্যাল ওয়াল। কেউ শুভেচ্ছা জানিয়েছেন, কেউ আবার উষ্ণ অভ্যর্থনা। দুদিন আগে নিজের নেড়া মাথার একটি সাহসী ছবিও শেয়ার করেছিলেন মনামী। সেই লুক ছিল সৃজিত মুখোপাধ্যায়ের ‘পদাতিক’ এর গীতা দেবী হয়ে ওঠার। সে সিনেমা শ্যুটিং শেষ করেই মনামী গেলেন জন্মদিনের ভ্যাকেশনে। সঙ্গী তার প্রেমিক ফটোগ্রাফার সৈকত বাউড়ি। অনেক বছর ধরেই একসঙ্গে আছেন এ তারকা জুটি।
কিউএনবি/আয়শা/২০ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:০৪