বিনোদন ডেস্ক : একদিকে খামখেয়ালি অপু, যিনি বান্ধবীর সঙ্গে শান্তিচুক্তি করে সংসার পেতেছেন। সেই সংসারের গল্প দর্শকের যতটা মন ছুঁয়েছে, তার চেয়েও বেশি মন ছুঁয়েছে অপু চরিত্রে অভিনয় করা আরিফিন শুভর অভিনয়। আর এ কারণেই ভালোবাসা দিবসকে কেন্দ্র করে মুক্তি পাওয়া মিজানুর রহমান আরিয়ানের ওয়েব ফিল্ম ‘উনিশ২০’ যারা দেখছেন, তারা সবাই প্রেমে পড়ছেন এই অপুর।
বিভিন্ন সোশ্যাল মাধ্যমে নায়ক শুভকে নিয়ে আলোচনা আর কমেন্টস অন্তত সেটিই বলছে, যা থেকে সহজেই বোঝা যায়, দর্শকের আগ্রহের নায়ক এখন তিনি। আরিফিন শুভ এখন অ্যাকশনেও সেরা, রোমান্সেও টইটম্বুর। ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমার সিক্স প্যাকের আরিফিন শুভকে মাত্র ৩০ দিনের ব্যবধানে অন্য একটি চরিত্রে দেখে অবাক হয়েছেন দর্শক। প্রশংসার জোয়ারেও ভাসিয়েছেন তাকে।
নেটদুনিয়ায় তাকে নিয়ে এমন আলোচনা চোখে পড়েছে আরিফিন শুভরও। এমন প্রশংসা দেখে শুভর ভাষ্য: ‘আলহামদুলিল্লাহ। দর্শকদের একটু ভালো লাগানোর জন্য আমার এত পরিশ্রম। অপু দর্শকের মন ভালো করছে সেটা শুনে আমার পরিশ্রম কিছুটা সার্থক মনে হচ্ছে। অপুর জন্য প্রচুর ফিডব্যাক পাচ্ছি, সেই সঙ্গে এখনও ভালোবাসা পাচ্ছি নাবিদের জন্যও।’এদিকে ১৫১ মিনিটের ফিল গুড লাভ স্টোরি ‘উনিশ২০’ সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে দেখা যাচ্ছে। আর আরিফিন শুভর অ্যাকশন থ্রিলার ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমা এখনও চলছে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে।
কিউএনবি/আয়শা/১৯ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:২৪