স্পোর্টস ডেস্ক : গ্রেটেস্ট শো অন আর্থ। ক্রীড়া দুনিয়ার সবচেয়ে বড় আসর অলিম্পিক। এই আসরকে অনেক সম্মানের চোখে দেখেন বিভিন্ন দেশের অ্যাথলেটরা। নিজ দেশের জন্য পদক জিতে সম্মান বয়ে আনতে মরিয়া থাকেন সবাই। তবে সেই সম্মান থেকে রাশিয়া ও বেলারুশকে বঞ্চিত করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রতিবাদে প্যারিস অলিম্পিক থেকে রাশিয়া ও বেলারুশকে নিষিদ্ধ করেছিল আইওসি। কিন্তু অ্যাথলিটরা যেন বৈষম্যের শিকার না হয় সেজন্য রাশিয়া ও বেলারুশের অ্যাথলেটদের স্বতন্ত্রভাবে অলিম্পিকে অংশগ্রহন করার সুযোগ দিয়েছে তারা। আর প্রথম থেকেই আইওসির এমন সিদ্ধান্তের প্রতিবাদ করে আসছে ইউক্রেন ও তার মিত্র রাষ্ট্রগুলো। আসরে রাশিয়ান অ্যাথলেটরা অংশগ্রহণ করলে অলিম্পিক থেকে নিজেদের নাম প্রত্যাহার করার ঘোষণাও দিয়েছিল ইউক্রেন।
এবার আইওসির সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে ইউরোপিয় ইউনিয়ন। ২০২৪ অলিম্পিকে রাশিয়া ও বেলারুশের অ্যাথলেটদের যাতে নিষিদ্ধ করা হয় সে দাবি জানিয়েছে তারা। ব্রাসেলসে ইউরোপিয় ইউনিয়নের প্রতিনিধি দেশগুলোর বৈঠকে আইওসির সিদ্ধান্তের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব তোলা হয়। প্রস্তাবে ৪৪৪ টি ভোট নিন্দা প্রস্তাবের পক্ষে পড়ে আর বিপক্ষে ভোট আসে মাত্র ২৬টি।
ইউরোপিয় ইউনিয়নের আইন প্রণেতারা বলেন, রাশিয়ান অ্যাথলেটদের নিরপেক্ষভাবে অংশগ্রহণ করার সুযোগ দিলে আসরে তারা নিজ দেশের সরকারের প্রচার করবে। আইওসিকে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করার আহ্বানও জানায় সংস্থাটি।
কিউএনবি/আয়শা/১৮ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৯:০৮