স্পোর্টস ডেস্ক : এদিকে আরেক ম্যাচে শীর্ষস্থান অক্ষুণ্ন রাখতে একইদিন রাত সাড়ে ৯টায় নটিংহ্যামের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। একই সময়ে চেলসি লড়বে ফুলহ্যামের বিপক্ষে। এছাড়াও, আরেক ম্যাচে নিউক্যাসেলের প্রতিপক্ষ ইংলিশ জায়ান্ট লিভারপুল। এ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়।
চলতি মৌসুমে একেবারে অপ্রতিরোধ্য ছিল আর্সেনাল। হঠাৎই সব এলোমেলো হয়ে গেল। মৌসুমের শুরুতে যারা ছিল একেবারেই ধরাছোঁয়ার বাইরে, তাদের টপকে এখন টেবিলের শীর্ষস্থানটা ম্যানচেস্টার সিটির দখলে। গোল ব্যবধানে পিছিয়ে পড়ে টেবিলের দুইয়ে নেমে গেছে গানাররা। তবে, নিজেদের সেরা ফর্মে ফিরতে মরিয়া মিকেল আর্তেতা বাহিনী।
সিটির বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে হেরে শিরোপার আশা আরো বেড়ে গেছে আর্তেতার। সে লক্ষ্যে কষছেন পরিকল্পনার ছক। ইপিএলে ২২ ম্যাচে ১৬ ম্যাচে জিতেছে আর্সেনাল। তবে, পরের ম্যাচে অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য তাদের। তবে, কোচের জন্য আছে দুঃসংবাদ। ইনজুরির কারণে স্কোয়াডে পাচ্ছেন না গ্যাব্রিয়েল জেসুস, পার্তেসহ বেশ কজন ফুটবলারকে। প্রতিপক্ষ অ্যাস্টন ভিলার বিপক্ষে অবশ্য গেল ২১ দেখায় ১৫ বারই জয়ের হাসি হেসেছে গানাররা।
এদিকে, উড়তে থাকা ম্যানচেস্টার সিটির সামনে টেবিলের শীর্ষস্থান অক্ষুণ্ন রাখার মিশন। যেকোনো মূল্যে নিজেদের আধিপত্য ধরে রাখতে চায় সিটিজেনরা। ২৩ ম্যাচের ১৬ জয়ে ৫১ পয়েন্ট নিয়ে আছে টেবিলের টপে। দুর্দান্ত ছন্দে থাকায় আত্মবিশ্বাসের তুঙ্গে ম্যানসিটি। দলে আছেন কোচ গার্দিওলার নির্ভযোগ্য আর্লিং হলান্ড, হুলিয়ান আলভারেজদের মতো ফুটবলাররা। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ নটিংহ্যামের বিপক্ষে মাঠে নামার আগে তাই ফুরফুরে মেজাজে আছে সিটি বস।
দিনের আরেক ম্যাচে ফুলহ্যামের বিপক্ষে লড়বে ইংলিশ জায়ান্ট চেলসি। চলতি মৌসুমে টাকার বস্তা নিয়ে মাঠে নেমেও কাঙ্ক্ষিত জয়ের দেখা পাচ্ছে না গ্রাহাম পটারের শিষ্যরা। টানা চার ম্যাচ জয়হীন ব্লুজ। এঞ্জো, মুডরিখদের নিয়েও ফলাফল শূন্য। এতে বেশ চিন্তিত কোচ পটারও। এদিকে, স্টার্লিং, পুলিসিচ, কন্তেদের স্কোয়াডে না পাওয়ায় কোচের কপালে বেড়েছে চিন্তার ভাঁজ। ২২ ম্যাচের মাত্র আটটিতে জয় আছে ব্লুদের। তবে, ফুলহ্যামও আছে ভালো ছন্দে। চেলসির চেয়ে তিন ধাপ এগিয়ে টেবিলের সপ্তমস্থানে আছে তারা।
এছাড়াও, শনিবার রাতে নিউক্যাসেল ইউনাইটেডের প্রতিপক্ষ ইংলিশ জায়ান্ট লিভারপুল। চলতি মৌসুমটা একেবারেই ফ্যাকাশে অল রেডদের জন্য। কেননা ২১ ম্যাচে মাত্র নয় জয় পেয়েছে ইয়ুর্গেন ক্লপের দল। ফর্মে থাকা নিউক্যাসেলের বিপক্ষে জিততে মরিয়া সালাহরা। তবে, ভালো ছন্দে থাকায় নিউক্যাসেলও চাইবে লিভারপুলের বিপক্ষে জয় তুলে নিতে।
কিউএনবি/আয়শা/১৮ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:৩৮