স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ নারী ফুটবল দলের নিয়মিত মুখ আঁখি খাতুন। রক্ষণভাগের অন্যতম সদস্য তিনি। কিন্তু গত দেড় মাস ধরেই বাফুফের ক্যাম্পে নেই এই ডিফেন্ডার। সবশেষ নারী ফুটবল লিগ শেষে ক্যাম্পে যোগ দেন তিনি। তখন মায়ের অসুস্থতার কথা জানিয়ে দুই দিনের ছুটি নিয়ে গ্রামে বাড়ি ফিরে যান তিনি। কিন্তু নির্ধারিত সময়ে আর ক্যাম্পে ফিরেননি।
বেশ কিছু দিন ধরেই আঁখি খাতুনের মা অসুস্থ। অসুস্থ মাকে দেখাশোনার জন্য ক্যাম্পে ফিরছেন না বলে কালের কণ্ঠকে জানিয়েছেন আঁখি, ‘আমি ক্যাম্পে নেই কারণ আম্মু অসুস্থ। তাই ছুটি নিয়েছি। আমার পরিবারে এমন কেউ নেই যে আমার মাকে দেখাশোনা করবে। তাই আমাকেই থাকতে হচ্ছে। শিগগিরই মাকে অপারেশন করাতে হবে। সেটা নিয়েই ডাক্তারের সঙ্গে আলোচনা করছি। ডাক্তার তারিখ নির্ধারণ করলেই অপারেশন করে ফেলব। তবে ক্যাম্পে কবে ফিরব সেই সিদ্ধান্ত এখনো নেইনি।’
ক্যাম্প থেকে ছুটি নেওয়ার তিন থেকে চারদিনের মাথায় তাকে ক্যাম্পে ফিরতে চিঠি পাঠায় বাফুফে। কিন্তু সেই চিঠির কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানান নারী দলের কোচ গোলাম রব্বানী ছোটন, ‘আমরা তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু কোনো সাড়া পাইনি। দেড় মাস ধরে সে ক্যাম্পে নেই। একজন পেশাদার খেলোয়াড়ের কাছ থেকে এমন আচরণ হতাশাজনক।’
আঁখির ক্যাম্পে ফেরার ব্যাপারে কঠোর অবস্থানে বাফুফে। নারী ফুটবল উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেছেন, ‘দুই-তিন দিনের ছুটির কথা বলে একটা খেলোয়াড় দেড় মাস ক্যাম্পে নেই, এটা কি পেশাদার খেলোয়াড়ের আচরণ হতে পারে? ওকে চিঠি দেওয়া হয়েছে কিন্তু কোনো জবাব নেই। এখন বাফুফে ওর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তাকে ভবিষ্যতে ক্যাম্পে নাও দেখা যেতে পারে!’
কিউএনবি/আয়শা/১৫ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:৩৩