বিনোদন ডেস্ক : অভ্রজিৎ সেনের পরিচালনায় ওয়েব সিরিজটিতে দেখা যাবে, দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে রয়েছে গ্রামের একটি পোস্ট অফিস। আছে একটি ভাঙাচোরা কোয়ার্টারও। সেটাকে এখন ‘ভুতুড়ে’-ই মনে করেন গ্রামবাসী।
ওয়েব সিরিজটিতে দেখা যাবে, সকাল সকাল পোস্ট অফিসের মধ্যে আওয়াজ শুনে গ্রামবাসীরা ভয় পেয়ে যায়। সাহস করে গ্রামের এক লোক দরজায় ঢিল মারতেই সেখান থেকে বেরিয়ে আসতে দেখা যায় নতুন পোস্ট মাস্টার দামোদর দাসকে।
নতুন পোস্ট মাস্টার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সুহোত্র মুখোপাধ্যায়কে। যিনি ব্যক্তিগত জীবনে এখনও চিঠি লেখেন কাছের মানুষদের। গ্রামের মেয়ে মঞ্জুরীকেও কেন্দ্র করে এগিয়ে যাবে কাহিনি। যে সোজা কথা সোজাভাবে বলতেই পছন্দ করে। সাদাসিধে মিষ্টি এই চরিত্রে অভিনয় করবেন দিতিপ্রিয়া রায়।
এই সিরিজের হাত ধরেই টালিপাড়া পেতে যাচ্ছে নতুন জুটি সুহোত্র মুখোপাধ্যায় এবং দিতিপ্রিয়া রায়কে। নতুন এ সিরিজটিতে পোস্টমাস্টার দামোদর দাসের অ্যাসিসট্যান্ট হিসেবে দেখা যাবে কাঞ্চন মল্লিককে। যে চরিত্রটিকে প্রথমে সহজ-সরল মনে হলেও আসলে এ চরিত্রটি বেশ কঠিন। জনপ্রিয় এক ওটিটি প্ল্যাটফর্মে আগামী ২৪ ফেব্রুয়ারী ‘ডাকঘর’ এর স্ট্রিমিং শুরু হচ্ছে।
কিউএনবি/আয়শা/১৫ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:৫৫