স্পোর্টস ডেস্ক : অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে শ্রীলঙ্কায় দিন কাটছে মানুষের। নতুন করে অবস্থার আর অবনতি না হলেও এখনও শঙ্কায় দিন কাটছে মানুষের। তবুও স্বাভাবিকভাবেই চলছে সে দেশের ক্রিকেট। এরই মধ্যে দেশটির নারী ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়িয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। লঙ্কান ক্রিকেটের কার্যনির্বাহী কমিটি ৩১ জানুয়ারিতে একটি সভা করেছিল। সেই সভায় নারী ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শ্রীলঙ্কা ক্রিকেট জানিয়েছে, এই উদ্যোগ দেশে নারী ক্রিকেটকে আরও উন্নত করতে ও নারী ক্রিকেটের বিকাশ ঘটাতে ভূমিকা পালন করবে। যা বোর্ডের দীর্ঘমেয়াদী পরিকল্পনার একটি প্রচেষ্টার অংশ।
কিউএনবি/আয়শা/১৪ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ২:৩৫