ডেস্ক নিউজ : স্বাধীনতার পর বাংলাদেশ রাষ্ট্রপতিশাসিত ও সংসদীয় উভয় পদ্ধতিতে পরিচালিত হওয়ায় রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি মাঝেমধ্যে পরিবর্তিত হয়েছে। ১৯৭২ সালের সংবিধানের দ্বিতীয় তফসিল মোতাবেক রাষ্ট্রপতি নির্বাচিত হতেন সংসদ সদস্যদের গোপন ভোটে। পরবর্তী সময়ে সংবিধানে চতুর্থ সংশোধনী অনুসারে প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচনের বিধান প্রবর্তিত হয়। পরে সংবিধানের (১২তম সংশোধনী) আইন ১৯৯১ অনুসারে সংসদীয় পদ্ধতি চালু হলে পরোক্ষ পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচনের বিধান করা হয়। বর্তমানে অনুচ্ছেদ ৪৮ অনুসারে সংসদ-সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন।
প্রথম ও পঞ্চম: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (২৬ মার্চ ১৯৭১ থেকে ১২ জানুয়ারি ১৯৭২ ও ২৫ জানুয়ারি ১৯৭৫ থেকে ১৫ আগস্ট ১৯৭৫)
তৃতীয়: বিচারপতি আবু সাঈদ চৌধুরী (১২ জানুয়ারি ১৯৭২ থেকে ২৪ ডিসেম্বর ১৯৭৩)
চতুর্থ: মোহাম্মদউল্লাহ (২৪ ডিসেম্বর ১৯৭৩ থেকে ২৫ জানুয়ারি ১৯৭৫)
ষষ্ঠ: খন্দকার মোশতাক আহমেদ (১৫ আগস্ট ১৯৭৫ থেকে ৬ নভেম্বর ১৯৭৫)
সপ্তম: বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম (৬ নভেম্বর ১৯৭৫ থেকে ২১ এপ্রিল ১৯৭৭)
অষ্টম: জিয়াউর রহমান (২১ এপ্রিল ১৯৭৭ থেকে ৩০ মে ১৯৮১)
নবম (অস্থায়ী) ও দশম: বিচারপতি আবদুস সাত্তার (৩০ মে ১৯৮১ থেকে ২৪ মার্চ ১৯৮২)
একাদশ: বিচারপতি আহ্সান উদ্দীন চৌধুরী (২৭ মার্চ ১৯৮২ থেকে ১১ ডিসেম্বর ১৯৮৩)
দ্বাদশ: হুসেইন মুহম্মদ এরশাদ (১১ ডিসেম্বর ১৯৮৩ থেকে ৬ ডিসেম্বর ১৯৯০)
ত্রয়োদশ (অস্থায়ী) ও পঞ্চদশ: বিচারপতি সাহাবুদ্দীন আহমদ (৬ ডিসেম্বর ১৯৯০ থেকে ৯ অক্টোবর ১৯৯১ ও ৯ অক্টোবর ১৯৯৬ থেকে ১৪ নভেম্বর ২০০১)
চতুর্দশ: আবদুর রহমান বিশ্বাস (৯ অক্টোবর ১৯৯১ থেকে ৯ অক্টোবর ১৯৯৬)
ষোড়শ: একিউএম বদরুদ্দোজা চৌধুরী (১৪ নভেম্বর ২০০১ থেকে ২১ জুন ২০০২)
সপ্তদশ (ভারপ্রাপ্ত): জমির উদ্দিন সরকার (২১ জুন ২০০২ থেকে ৬ সেপ্টেম্বর ২০০২)
অষ্টাদশ: ইয়াজউদ্দিন আহম্মেদ (৬ সেপ্টেম্বর ২০০২ থেকে ১২ ফেব্রুয়ারি ২০০৯)
ঊনবিংশতম: মো. জিল্লুর রহমান (১২ ফেব্রুয়ারি ২০০৯ থেকে ২০ মার্চ ২০১৩)
বিংশতম-একবিংশতম: মো. আবদুল হামিদ (২০ মার্চ ২০১৩ থেকে ২৩ এপ্রিল ২০২৩)
আর দেশের দ্বাবিংশতম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন সাবেক জেলা ও দায়রা জজ এবং দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার সাহাবুদ্দিন চুপ্পু। ইতোমধ্যে একাদশ জাতীয় সংসদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগ তার মনোনয়ন চূড়ান্ত করে নির্বাচন কমিশনের দাখিল করেছে। একক প্রার্থী হিসেবে তার নির্বাচিত হওয়া এখন আনুষ্ঠানিকতার ব্যাপার।
কিউএনবি/আয়শা/১৩ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:৫২