স্পোর্টস ডেস্ক : সোমবার (১৩ ফেব্রুয়ারি) এ দুজনকে জানুয়ারির মাসের সেরা ক্রিকেটার হিসেবে ঘোষণা করে আইসিসি। গত মাসটা দুর্দান্ত কেটেছে গিলের। টি-টোয়েন্টিতে নিজেকে মেলে ধরতে না পারলেও, ছয় ওয়ানডে ম্যাচে দেখিয়েছেন জাদুকরী পারফরম্যান্স। ১১৩.৪০ গড়ে তিন সেঞ্চুরি ও এক ফিফটিতে তিনি করেছেন ৫৬৭ রান। যেখানে ২৩ বছর বয়সী এ ব্যাটার নিউজিল্যান্ডের বিপক্ষে দুশো রানের একটি দুর্দান্ত ইনিংসও খেলেন। ১৪৯ বলে সে ম্যাচে তার ব্যাট থেকে আসে ২০৮ রান।
আইসিসির মাসসেরা নির্বাচিত হয়ে শুভমন বলেন, ‘আইসিসির সেরা ক্রিকেটার হয়ে দারুণ লাগছে। জানুয়ারি মাসটা আমার কাছে খুবই স্পেশাল হয়ে রইল। আমার এই সাফল্যের জন্য কোচ এবং সতীর্থদের কৃতিত্ব দিতে হবে।’‘ভাল খেলার জন্য কোনো পুরস্কার পেলে ভাল লাগে। এটা আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। ঘরের মাঠে বিশ্বকাপের আগে এই পুরস্কারের অবশ্যই আলাদা মূল্য রয়েছে।’
মাসসেরা হওয়ার পথে গিল পেছনে ফেলেছেন তার স্বদেশী পেসার মোহাম্মদ সিরাজ ও নিউজিল্যান্ডের ব্যাটার ডেভন কনওয়েকে। গত মাসে সিরাজ ৫ ওয়ানডে ম্যাচে তুলে নিয়েছিলেন ১৪ উইকেট। অন্যদিকে টেস্ট ও ওয়ানডে মিলিয়ে গতমাসে তিন সেঞ্চুরির পাশাপাশি একটি ফিফটি হাঁকিয়েছিলেন কনওয়ে।
এদিকে, নারী বিভাগে সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন সদ্য সমাপ্ত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইংল্যান্ডকে নেতৃত্ব দেয়া স্ক্রিভেন্স। তিনি পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি ও ফিবি লিচফিল্ডকে। ফাইনালে দলকে জেতাতে না পারলেও তিন ফিফটিতে আসরের দ্বিতীয় সর্বোচ্চ ২৯৩ রান ও বল হাতে ৯ উইকেট নিয়েছেন তিনি।
কিউএনবি/আয়শা/১৩ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:৪৩