স্পোর্টস ডেস্ক : সোমবার (১৩ ফেব্রুয়ারি) নিজের অফিশিয়াল টুইটারে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন এ আইরিশ-ইংলিশ ক্রিকেটার। ইংল্যান্ডের মিডলসেক্স ক্রিকেট ক্লাবের হয়ে ২০০৫ সালে পেশাদার ক্রিকেটে যাত্রা শুরু করেন মরগান। পরের বছর তিনি পা রাখেন আন্তর্জাতিক ক্রিকেটে। অভিষেক হয় আয়ারল্যান্ড জাতীয় দলে। সেখানে তিন বছর খেলার পর হঠাৎ সিদ্ধান্ত বদলে চলে যান ইংল্যান্ড জাতীয় দলে। ইংলিশদের হয়ে রাঙান নিজের ক্যারিয়ারও।
মরগানেরর অধীন ২০১৯ সালে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জেতে ইংল্যান্ড। নেতৃত্বের পাশাপাশি ওই আসরে এক সেঞ্চুরি ও এক ফিফটিতে ৩৭১ রান করে দলের সাফল্যেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। কিন্তু জাতীয় দলের হয়ে পরবর্তী সময়ে নিজের পারফরম্যান্স ধরে রাখতে ব্যর্থ হলে ২০২২ সালের জুনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও, মরগান খেলেছেন ঘরোয়া ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টগুলো। সবশেষ ২২ গজ মাতিয়েছেন দক্ষিণ আফ্রিকান টি-টোয়েন্টি লিগ এসএ২০-তে। পার্ল রয়্যালসের হয়ে আসরটিতে সাত ইনিংস খেলে একটি ফিফটি হাঁকিয়েছিলেন তিনি। সেমিফাইনালে গিয়ে থামে তার দলের যাত্রা। গত ৮ ফেব্রুয়ারি ২২ গজে নিজের শেষ ম্যাচে ১৭ রান করেন এ ব্যাটার। এর পাঁচ দিন না যেতেই সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন মরগান। তবে পিচ ছাড়লেও ক্রিকেটের সঙ্গে থাকতে চান ধারাভাষ্যকারের ভূমিকায়।
নিজের পুরো ক্রিকেট ক্যারিয়ার স্মরণ করে টুইটারে এক বিবৃতিতে মরগান বলেন, ‘অত্যন্ত গর্বের সঙ্গে আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। বছরের পর বছর যে খেলাটা আমাকে অনেক কিছু দিয়েছে, সেটা থেকে অবসরের এখনই সঠিক সময়। যদিও খেলোয়াড়ি জীবন থেকে অবসর নিচ্ছি, তবে আমি ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকব আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ধারাভাষ্যকার এবং বিশেষজ্ঞ হিসেবে।’
কিউএনবি/আয়শা/১৩ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:০০