স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদকে মন খুলে খেলতে বললেন ফরচুন বরিশালের প্রধান কোচ নাজমুল আবেদিন ফাহিম। রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হয় ফরচুন বরিশাল বনাম রংপুর রাইডার্স।
এদিন সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বরিশালকে বিদায় করে বিপিএলের কোয়ালিফায়ার নিশ্চিত করে রংপুর। খেলা শেষে বরিশালের কোচ নাজমুল আবেদিন ফাহিম এক প্রশ্নের জবাবে বলেন, মাহমুদউল্লাহ রিয়াদের মধ্যে ভালো আগ্রহ আছে। সে আজ যেভাবে শুরু করেছিল তাতে তার ইনিংসটা আরও লম্বা করার সুযোগ ছিল। কিন্তু সে কাজে লাগাতে পারেনি।
তিনি আরও বলেন, বয়সের কারণেই হোক বা অন্য কোনো কারণেই হোক, তার গতি আগের চেয়ে কমেছে। তবে তার বড় শর্টস খেলার সক্ষমতা রয়েছে।
কিউএনবি/আয়শা/১২ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:১৫