স্পোর্টস ডেস্ক : শনিবার (১১ ফেব্রুয়ারি) ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) ম্যাচের ১৬ মিনিটে এগিয়ে থেকে ওয়েস্ট হ্যামের বিপক্ষে ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছেড়েছে চেলসি। ব্লুজদের হয়ে একমাত্র গোলটি করেছেন ফেলিক্স। ওয়েস্ট হ্যামকে সমতায় ফেরান এমারসন পালমিরি।
চলতি মৌসুমটা মোটেও ভালো যাচ্ছে না ইংলিশ জায়ান্ট চেলসির। ছন্দে ফিরতে কোচ থমাস টুখেলকে ছাঁটাই করার পাশাপাশি সদ্য সমাপ্ত শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে ৮ ফুটবলার কিনেছে চেলসি। যেখানে রেকর্ড ২৯৪ মিলিয়ন পাউন্ডেরও বেশি খরচ করেছে ব্লুজরা। নিজেদের ক্লাব ইতিহাসে তো বটেই, ব্রিটিশ ফুটবলের দলবদলের ইতিহাসেও যা সর্বোচ্চ।
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে বেনফিকা থেকে রেকর্ড ১০৭ মিলিয়ন পাউন্ডে নিয়ে এসেছে পশ্চিম লন্ডনের ক্লাবটি। তাছাড়া ৫০ মিলিয়ন খরচে অ্যাতলেটিকো মাদ্রিদ থেকে ধারে নিয়ে আসা হয়েছে পর্তুগিজ স্ট্রাইকার ফেলিক্সকে।
কিন্তু একের পর এক তারকা দলে ভিড়িয়ে কিংবা কাড়াকাড়ি অর্থ খরচ করেও কোনো সুফল পাচ্ছে না লন্ডনের ক্লাবটি। ২২ ম্যাচ শেষে মাত্র ৮ জয় ও ৫ ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে তারা অবস্থান করছে টেবিলের নয়ে। দুর্বল প্রতিপক্ষগুলোর বিপক্ষে চালিয়ে যেতে পারছে না ঠিকঠাক লড়াই।
আগের দুই ম্যাচে ড্র করা চেলসি অবশ্য ওয়েস্ট হ্যামের বিপক্ষে শুরু থেকেই জয়ের আভাস দিচ্ছিল। দারুণ কিছু আক্রমণের পর নবম মিনিটে তারা প্রথম ওয়েস্ট হ্যামের জালে প্রথম বল জড়ায়। যদিও অফসাইডের কারণে বাতিল হয়ে যায় ফেলিক্সের দুর্দান্ত একটি গোল। ১৬ মিনিটে অবশ্য সমর্থকদের আর হতাশ করেননি এ পর্তুগিজ স্ট্রাইকার। প্রতিপক্ষের ফুটবলারদের অফসাইডের ফাঁদ কাটিয়ে ডি-বক্সের বাইরে থেকে এনজোর বাড়ানো ক্রস আলতো ছোঁয়ায় জালে জড়ান ফেলিক্স।
তবে তারা খুব বেশিক্ষণ ধরে রাখতে পারেননি লিড। ম্যাচের ২৮ মিনিটেই ডান প্রান্তে আক্রমণে উঠে ভ্লাদিমির কউফাল ডি-বক্সে সতীর্থদের উদ্দেশে ক্রস বাড়ান। হেড দেন জেরড বাউয়েন। গোলবারের সামনে বল পেয়ে যান এমারসন পালমিরি। সহজ কাজটা অনায়াসে সেরে নেন তিনি। ৩৪ মিনিটে ননি মাদুয়েকের দুর্দান্ত শট ফিরিয়ে দেন ওয়েস্ট হ্যাম গোলরক্ষক লুকাজ ফ্যাবিয়ান্সকি। ছয় মিনিট পর এ পোলিশ হতাশ করেন ফেলিক্সেও। তার নেয়া দুর্দান্ত ফ্রি কিক শট বামে ঝাপিয়ে পড়ে ঠেকিয়ে দেন তিনি।
বিরতির পর ৫৭ মিনিটে নেয়া রিচ জেমসের ফ্রি কিক একটুর জন্য জালে জড়ায়নি। ম্যাচের বাকি সময় দুদলই লড়াই চালিয়ে গেছে। কিন্তু কেউই পায়নি গোলের দেখা। তাতে গোল সমতায় নিয়ে মাঠ ছাড়তে হয় চেলসি ও ওয়েস্ট হ্যামকে।
কিউএনবি/আয়শা/১১ ফেব্রুয়ারী ২০২৩/রাত ১০:১৯