স্পোর্টস ডেস্ক : খুলনা–বরিশাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়েছে গ্রুপ পর্বের ৪২ তম ম্যাচ। প্লে অফে জায়গা করে নিয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল সিলেট স্ট্রাইকার্স, রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দলের মতো সেরা ব্যাটারদের তালিকায় জায়গা করে নিয়েছেন সিলেটের জার্সিতে মাঠ মাতানো তৌহিদ হৃদয়।
বিপিএলের নবম আসসরে গ্রুপ পর্বে ছিলো না খুব বেশি তারকা ক্রিকেটার৷ শোয়েব মালিক, মোহাম্মদ রিজওয়ান সহ ইফতিখার, খুশদিলরা মাঠ মাতালেও সর্বোচ্চ রান সংগ্রাহকের সেরা তিনে নেই কোনো বিদেশি। শীর্ষ তিনে বাংলাদেশ বাংলাদেশের তিন জন – তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান ও নাজমুল শান্ত।
আগ্রাসী ব্যাটিংয়ে সাকিব যেমন বদলে যাওয়ার গল্প লিখেছেন তেমনি ব্যাট হাতে ৫ ফিফটিতে নজর কেড়েছেন তৌহিদ হৃদয়। সমালোচনার জবাব শান্ত দিয়েছেন ব্যাট হাতেই। সেরা চারে রয়েছেন নাসির হোসেন। সেরা পাঁচের একমাত্র বিদেশি পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান।
সেরা দশের মাঝে দুই বিদেশি, দেশিদের মধ্যে সবগুলোই পুরোনো মুখ। রয়েছেন লিটন, তামিম, আফিফ, বিজয়রা।
গ্রুপ পর্ব শেষে সেরা ১০ রান সংগ্রাহক:
• তৌহিদ হৃদয় (সিলেট) – ৩৭৮ রান (৯ ইনিংস)
• সাকিব আল হাসান (বরিশাল)- ৩৭৫ রান (১১ ইনিংস)
• নাজমুল শান্ত (সিলেট) – ৩৭৪ রান (১২ ইনিংস)
• নাসির হোসেন (ঢাকা) – ৩৬৬ রান (১২ ইনিংস)
• মোহাম্মদ রিজওয়ান (কুমিল্লা) – ৩৫১ রান (১০ ইনিংস) ✈️
• ইফতিখার আহমেদ (বরিশাল) – ৩৫১ রান (১১ ইনিংস) ✈️
• আফিফ হোসেন (চট্টগ্রাম) – ৩৪৪ রান (১১ ইনিংস)
• রনি তালুকদার (রংপুর) – ৩৩০ রান (১১ ইনিংস)
• লিটন দাস (কুমিল্লা) – ৩১৭ রান (১১ ইনিংস)
• তামিম ইকবাল (খুলনা) – ৩০২ রান (১০ ইনিংস)
কিউএনবি/আয়শা/১১ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৯:১৫