তথ্যপ্রযুক্তি ডেস্ক : চ্যাটবট চ্যাপজিপিটি দিয়ে শিক্ষার্থীদের হোমওয়ার্ক করা নিয়ে বিতর্কের মধ্যে মার্কিন ম্যাগাজিনের ভুলের বিষয়টি সামনে এলো। যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত অন্যতম ম্যাগাজিন ‘দ্য মেন’স জার্নাল’।
ছেলেদের শারীরিক ও মানসিক বিভিন্ন বিষয় নিয়ে লেখা থাকে এতে। দ্য অ্যারেনা গ্রুপ প্রকাশিত ম্যাগাজিনটি সম্প্রতি এআই দিয়ে লেখা তাদের প্রথম নিবন্ধটি প্রকাশ করে। নিবন্ধটির শিরোণাম ‘হোয়াট অল মেন শুড নো আবাইট লো টেস্টোসটেরন’ অর্থ ‘টেস্টোসটেরন হরমোন কম থাকা নিয়ে ছেলেদের যা যা জানা উচিৎ।’
নিবন্ধটিতে টেস্টোসটেরন সম্পর্কিত বিভিন্ন দাবি, তথ্য-উপাত্ত ও একাডেমিক উদ্ধৃতির সমস্যার সমাধানে জীবনযাপনের ব্যাপারে নানা পরামর্শ ও উপদেশ দেয়া হয়েছে। এমনকি ‘টেস্টোসটেরন রিপ্লেসমেন্ট থেরাপ ‘র মতো নির্দিষ্ট চিকিৎসার পরামর্শও দেয়া হয়েছে। প্রকাশ করার আগে সম্পাদকমণ্ডলি দিয়ে এটা পর্যালোচনা ও ফ্যাক্ট-চেক তথা তথ্য-উপাত্তের সত্যাসত্য পরীক্ষা করা হয়েছে বলেও দাবি করা হয়।
তবে পর্যবেক্ষণে নিবন্ধটিতে বেশ কিছু ভুল ধরা পড়েছে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন মেডিক্যাল সেন্টারের মেডিসিনের প্রধান ব্র্যাডলি আনাওয়াল্ট বলেছেন, ‘নিবন্ধটিতে বেশ কিছু তথ্যগত ভুল রয়েছে। শুধু তাই নয়, এতে চিকিৎসা বিজ্ঞানকে ভুলভাবে তুলে ধরা হয়েছে যা স্বাস্থ্য সমস্যা সম্পর্কে পাঠকদের বিকৃত ধারণা প্রদান করে।’বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম ফিউচারিজমকে এক সাক্ষাৎকারে আনাওয়াল্ট আরও বলেন, এতে অনেক ভুল ও মিথ্যা তথ্যও রয়েছে।
গত সপ্তাহে দ্য অ্যারেনা গ্রুপ ঘোষণা করেছিল, তারা তাদের ম্যাগাজিনগুলো এআই দিয়ে লেখা নিবন্ধ প্রকাশ করা শুরু করবে। এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রস লেভিনসন আশ্বস্ত করেন, এই চর্চার ফলে ম্যাগাজিনের গুণমান হ্রাস পাবে না। কিন্তু তাদের এই দাবি এখন বিতর্কিত বলে মনে করছেন অনেকেই।
কিউএনবি/আয়শা/১১ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৯:১৪