ডেস্ক নিউজ : দিন-রাতে অধিক পরিমাণে সিজদা করা আল্লাহর প্রিয় আমল এবং জান্নাতে নবীজির সাহচর্য লাভের বড় মাধ্যম। সাহাবি রাবিআ ইবনে কাআব আল আসলামি (রা.) বলেন, আমি হজরত রাসুলুল্লাহ (সা.)-এর সঙ্গে রাত যাপন করছিলাম।
আমি তার অজুর পানি এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস এনে দিতাম। তিনি আমাকে বলেন, কিছু চাও। আমি বললাম, জান্নাতে আপনার সাহচর্য প্রার্থনা করছি। তিনি বলেন, এ ছাড়া আরও কিছু আছে কি? আমি বললাম, এটাই আমার আবেদন। তিনি বলেন, ‘তাহলে তুমি অধিক পরিমাণে সিজদা করে তোমার নিজের স্বার্থেই আমাকে সাহায্য করো।’ -সহিহ মুসলিম : ৯৮১
কিউএনবি/আয়শা/১১ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৯:০৮