আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার পশ্চিম পাসামানের মান্দিয়াঙ্গিনির গ্রামবাসীদের হাতে ধরা পড়েছে বিশাল এক কুমির।
কুমিরটির ওজন ৫০০ কেজি এবং লম্বায় ৫ মিটার। গ্রামবাসীদের নিরাপত্তার কথা ভেবে কুমিরটি চিড়িয়াখানায় স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর স্থানীয় সময় আজ বুধবার কামপারের কাসাং কুলিম চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হয়।
সূত্র : এএফপি
কিউএনবি/আয়শা/০৮ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:৫৫