আন্তর্জাতিক ডেস্ক : পরপর বেশ কয়েকটি শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক। দেশটিতে এখন পর্যন্ত ৩ হাজার ৫৪৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এই সংখ্যা আরো বাড়তে পারে। দেশটির বিভিন্ন অঞ্চলে এখনো ভূমিকম্পে ধসে পড়া বাড়িঘরের নিচে চাপা পড়ে আছে বাসিন্দারা।
ইব্রাহিম হাসকোলোগলু নামে তুরস্কের এক সাংবাদিক বলেছেন, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষগুলো তার কাছে ভয়েস মেসেজ পাঠাচ্ছে। তাদের উদ্ধারের আকুতি জানাচ্ছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
তিনি আরো বলেন, ‘তারা (দুর্গতরা) আমাদের বলে দিচ্ছে তারা কোথায় আছে। কিন্তু আমরা কিছুই করতে পারছি না। তুরস্কের আন্তর্জাতিক সহায়তা দরকার’। এর আগে সোমবার (৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোররাতে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে তুরস্ক ও প্রতিবেশী সিরিয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে বহু বাড়িঘর ধসে পড়ে, ক্ষতিগ্রস্ত হয় হাসপাতাল, স্কুল। এছাড়াও আহত এবং গৃহহীন হয়ে পড়েছে হাজার হাজার মানুষ।
কিউএনবি/আয়শা/০৭ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:৫১