আমিনুর রশীদ চৌধুরী রুমন, শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন “কোর্স অফ লার্নিং ও মেন্টরিং প্রোগ্রাম” থেকে বাফুফে,এএফসি ‘এ’ ডিপ্লোমা কোচিং সার্টিফিকেট (২০২১ -২০২৩) প্রাপ্তীতে এক স্বর্ণালি সংবর্ধনা অনুষ্ঠিত হয়।গতকাল (৫ফেব্রয়ারী) ২০২৩ ইং। সন্ধ্যায় শ্রীমঙ্গল পৌর সভার ভানুগাছ সড়কে অবস্থিত পানসী রেস্টুরেন্টের পার্টি সেন্টারে ফুটবল একাডেমি শ্রীমঙ্গল’র আয়োজনে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন “কোর্স অফ লার্নিং ও মেন্টরিং প্রোগ্রাম” থেকে বাফুফে,এ,এফ,সি ‘এ’ ডিপ্লোমা কোচিং সার্টিফিকেট (২০২১ -২০২৩) প্রাপ্তী লাভ করেন, বাংলাদেশ জাতীয় সাবেক, ফুটবলার, ফুটবল একাডেমি শ্রীমঙ্গল এর পরিচালক ও প্রশিক্ষক,’মো.ইকরামুর রহমান রানা’ এতে ফুটবল একাডেমি শ্রীমঙ্গল পরিবারের পক্ষথেকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে শ্রীমঙ্গল সোনালী অতিতের প্রাক্তন ফুটবলার পিজুস কান্তি দাশ এর সভাপতিত্বে ও শ্রীমঙ্গল ফুটবল এসোসিয়েশনের রেফারি মো,মিজানুর রহমানের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের (ক্রীড়া) বিষয়ক সম্পাদক, মিলন দাশ গুপ্ত, সিলেট ফুটবল এসোসিয়েশনের সভাপতি, সমীরণ দেব,শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সাবেক, ভাইস চেয়ারম্যান,ফয়েজ আহমেদ,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, এনাম হোসেন চৌধুরী মামুন, লন্ডন প্রবাসী কয়েস আহমেদ,পৌর যুবলীগের সভাপতি, আকবর হোসেন সাহীন,পৌর যুবলীগের সহ-সভাপতি কামরুল হাসান দুলন, ঢাকা একাডেমির ২য় চেম্পিয়ান লীগের ফুটবলার পরিমল বৈধ্য প্রমুক।এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহ-সম্পাদক (ক্রীড়া ও সাংস্কৃতিক) মামুন আহম্মেদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারন সম্পাদক,ইমাম হোসেন, সুহেল,সাবেক ফুটবলার,ফুটবল একাডেমি শ্রীমঙ্গলের সকল ফুটবলার সহ ভিবিন্ন পেশাজীবির মানুষ।
এ সময় সাবেক জাতীয় ফুটবলার, ফুটবল একাডেমি শ্রীমঙ্গল পরিচালক ও প্রশিক্ষক উক্ত অনুষ্ঠানের আকর্ষণ, মো, ইকরামুর রহমান রানা এক বক্তব্য বলেন, ফুটবল একাডেমি শ্রীমঙ্গলের প্রত্যােক সদস্য যারা এই আয়োজন করেছেন। তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এর সাথে আপনারা যারা এসেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম জানাই। দীর্ঘ দিন ধরে একাডেমির সদস্য যারা আমার সাথে কাজ করছেন, অক্লান্ত পরিশ্রম করে আসছেন,বিশেষ করে,সজল,রমজান,পরিমল,রাফসান,কাওসার সহ সকলকে আমার অন্তরের অন্তস্তল থেকে শুভেচ্ছা জানাই এবং দোয়া ও ভালোবাসা রইল অবিরাম। তোমরা সবাই আরো বড় হও এই প্রত্যাশা করি,আমার সহধর্মিণী আমাকে খেলাধুলা সহ প্রত্যােকটা বিষয়ে সহযোগীতা করে আসছেন এবং তিনি যে পরিশ্রম করেছেন সহযোগীতা করেছেন। আমি আনন্দিত ,এক সময়ে তিনি একাই ২’শত থেকে ৩শত মানুষের জন্য খাবার রান্না করতেন। অনেক সহযোগিতা সাপোর্ট করায় আজ আমার এই সাফল্য । তার প্রতি আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।
পরিশেষে গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৩ পাওয়ায় পরিবারের পক্ষথেকে কেক কাটা হয়। এসময় উপস্থিত ছিলেন মো. ইকরামুর রহমান রানা ও তার সহধর্মিণী জাবেদা বেগম, বড়ছেলে রাফসান, ছোট মেয়ে ও একাডেমি ফুটবল খেলোয়াড় সজল, রমজান,পৌর যুবলীগের সভাপতি,আকবর হোসেন সাহীন,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক,আবু তালেব বাদশা প্রমুক।
কিউএনবি/অনিমা/০৬ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ২:৩২