ডেস্ক নিউজ : ওটিস গিবসন বিদায় নেয়ার পর ফাঁকা পড়ে ছিল টাইগারদের বোলিং কোচের পদটি। গত বছরের মার্চে সেই পদে দায়িত্ব পান অ্যালান ডোনাল্ড। তার সঙ্গে বিসিবির চুক্তি ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। বিশ্বকাপ শেষে আবার প্রোটিয়া কিংবদন্তি পেসারের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ায় বাংলাদেশ। এবার তার মেয়াদ আরও বাড়ল।
অনেকগুলো রেকর্ডের সঙ্গে জড়িয়ে আছে ডোনাল্ডের নাম। টেস্ট ক্রিকেটে এক ক্যালেন্ডার বর্ষে চতুর্থ সর্বোচ্চ ৮০ উইকেট শিকারের রেকর্ডটি তার দখলে। ৯৬ উইকেট নিয়ে এই তালিকায় সবার শীর্ষে অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন। ডোনাল্ড টেস্টে চতুর্থ দ্রুততম আড়াইশ উইকেটও নিয়েছিলেন।
১৯৯১ সালে প্রোটিয়াদের হয়ে যাত্রা শুরু হয় ডোনাল্ডের। ইডেন গার্ডেনে ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় তার। এরপর ১৯৯২ সালে টেস্টেও অভিষিক্ত হন তিনি। দেশের হয়ে ৭২টি টেস্ট ও ১৬৪টি ওয়ানডে খেলেছেন তিনি। ক্রিকেটের অভিজাত ফরম্যাটে ৩৩০ ও ওয়ানডেতে ২৭২ উইকেট শিকার করেছেন সাবেক এ পেসার।
কিউএনবি/আয়শা/০৩ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:৫৫