স্পোর্টস ডেস্ক : গত ২৬ জানুয়ারি রাত ১২টায় সৌদি আরবের কিং ফাহাদ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল আল-নাসর ও আল-ইত্তিহাদ। সুপার কাপের সেমিফাইনালের সেই ম্যাচে অনেকটাই নিষ্প্রভ থেকে হার দেখতে হয়েছে বড় তারকা রোনালদোকে। ৩-১ গোলে হেরে সেদিন ফাইনালে ওঠার স্বপ্ন ধূলিসাৎ হয় আল-নাসরের।
সেই ম্যাচে কয়েকটি গোলের সুযোগ নষ্ট করেন পর্তুগিজ তারকা। এরপরেই তাকে নিয়ে সমালোচনা শুরু হয়। সামাজিক মাধ্যমে নতুন করে ভাইরাল হয় রোনালদো ইস্যু। সবশেষ ভক্তরা নয়, স্বয়ং আল-নাসর পরিচালক নিজেই ব্যাঙ্গ করেছেন সিআরসেভেনকে। সৌদি আরবসহ নেট দুনিয়ায় এখন যা চর্চিত বিষয়।
গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে আল-নাসর পরিচালক বলেন, ‘২০০ মিলিয়ন খরচ করে আমরা শুধু রোনালদোর উদ্যাপন দেখছি, গোল দেখছি না!’ আল-ইত্তিহাদের বিপক্ষে হারের সেই ম্যাচ শেষে রোনালদো মাঠ ছাড়ার সময়ে ভক্তরা দুয়ো ধ্বনি দিতে থাকেন। শুধু তাই নয়, স্টেডিয়ামে রোনালদোর সামনে সমস্বরে উচ্চারণ করা হয় লিওনেল মেসির নাম।
এদিকে মাত্র দুই ম্যাচ শেষ হতে না হতেই ক্রিস্টিয়ানো রোনালদোর সৌদি আরব ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে গুঞ্জন। আল-নাসর কোচ রুডি গার্সিয়া ইঙ্গিত দিয়েছেন ইউরোপে রোনালদোর ক্যারিয়ার শেষ হওয়ার বিষয়ে। বিষয়টিকে অনেকেই তিরস্কার হিসেবেই মনে করছেন।
কিউএনবি/আয়শা/০১ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:০০