ডেস্ক নিউজ : গণতন্ত্র পুনরুদ্ধার ও ১০ দফার দাবিতে কমলাপুর থেকে পদযাত্রা করবে বিএনপি। ঢাকায় চার দিনের পদযাত্রা কর্মসূচি পালন করছে দলটি। এরই অংশ হিসেবে বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কমলাপুর থেকে পদযাত্রা বের করা হবে। এর মধ্য দিয়ে শেষ হবে বিএনপির পদযাত্রা কর্মসূচি।
আজ বুধবার দলটির নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী জানান, বুধবার দুপুর আড়াইটার দিকে কমলাপুর স্টেডিয়াম থেকে শুরু হয়ে খিলগাঁও মোড় হয়ে মালিবাগ বাজার পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়কে পদযাত্রা কর্মসূচি পালন হবে।
পদযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম।
কিউএনবি/আয়শা/০১ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:৩৪