ডেস্ক নিউজ : বর্তমানে ব্যাটিংয়ে বাংলাদেশের অন্যতম ভরসার নাম লিটন দাস। তবে এক সময় বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে বেশি ট্রলের শিকার হতে হয়েছে এই ব্যাটারকে। লিটনের মতো ট্রলের শিকার হচ্ছেন নাজমুল হোসেন শান্তও। বাংলাদেশের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্জজা মনে করেন, লিটনের মতো শান্তও ঘুরে দাঁড়াবেন।
তামিম ইকবালদের ক্যারিয়ারের শুরুর সময়টায় ফেসবুকের ব্যবহার এতোটা ছিল না। বর্তমান সময়ের মতো অবস্থা হলে তামিম-মুশফিকরা এত ভালো ক্রিকেটার হতে পারতেন না বলে মনে করেন ম্যাশ। সিলেটে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম যদি থাকতো তাহলে তামিম ইকবাল হয়তো তামিম ইকবাল হতে পারতো না। মুশফিক তো আসা যাওয়ার মাঝে ছিল, মাহমুদউল্লাহ রিয়াদ একই জিনিস। আপনি যদি বাংলাদেশের প্রেক্ষাপট দেখেন যারা ১০-১২ বছর খেলেছে তারা এভাবেই স্থায়ী হয়েছে।’
শান্তকে নিয়ে সামাজিক মাধ্যমে ট্রলকারীদের সমালোচনা করে মাশরাফি বলেন, ‘আপনি বিশ্বকাপে দেখেন, শান্ত কিন্তু আমাদের সবার বিপক্ষে দাঁড়িয়ে প্রায় দুইশ রান করে এসেছে। আগে একদিনও বলেছিলাম। মানসিকভাবে শক্তিশালী থাকা গুরুত্বপূর্ণ। যেটা শান্তর ক্ষেত্রে আমি দেখেছি লিটনের মতো বাইরের জিনিসগুলোতে এত কান দেয় না। সেক্ষেত্রে আমার বিশ্বাস হয় এই ছেলেটা লম্বা রেসের ঘোড়া। এটা আমার কাছে মনে হয়। দিনশেষে সবকিছুতে উপর আল্লাহর রহমত প্রয়োজন হয়। কারণ আমি বিশ্বাস করি এই ছেলেটা বাংলাদেশকে অনেক কিছু দিতে পারবে।’
কিউএনবি/আয়শা/২৭ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:২০