বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৯:২৮ পূর্বাহ্ন

বদনামের সম্মুখীন হবেন কন্যা, ব্যবসায় সুফল পাবে তুলা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ১৪৮ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : আজ ২৭ জানুয়ারি (শুক্রবার)। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তি, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র? এ বিষয়গুলো সম্পর্কে যারা দিনের শুরুতেই কিছুটা ধারণা নিয়ে রাখতে চান তারা একবার পড়ে নিতে পারেন আজকের রাশিফল।

মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল

এ সপ্তাহে জাতকের নানা কারণে অস্থিরতা বাড়বে। মূলত ব্যাংকিং’এর ক্ষেত্রে হিসেবে গরমিল পরিলক্ষিত হবে। তবে যাত্রা শুভ।

বৃষ : ২১ এপ্রিল-২০ মে

শনির দৃষ্টি জাতকের রাশিতে অবস্থানের ফলে ষড়রিপুর কামদেব আপনাকে বিব্রত করবে। কাছের কোনো আত্মীয়ের আদিরসের প্রলোভনে পড়তে পারেন।

মিথুন : ২১ মে-২০ জুন

জাতক পুরুষ-নারী নির্বিশেষে চাকরি ও সংসারের ঘানির চাপে জর্জরিত হবেন। তাই সম্ভব হলে একটু কোথা হতে বেড়িয়ে আসুন।

কর্কট : ২১ জুন-২০ জুলাই

এ সপ্তাহটা পারিবারিক ও কর্মক্ষেত্রে বন্ধু-বান্ধবের ভুল বুদ্ধিতে ব্যবসায়ে অর্থ লগ্নি করে মানসিক চাপে ভুগবেন। সুচিন্তিত সিদ্ধান্ত নিন।

সিংহ : ২১ জুলাই-২০ আগস্ট

মঙ্গলের প্রভাবে নর-নারী নির্বিশেষে এ সপ্তাহটা ভালোই কাটবে। হঠাৎ পুরোনো কোনো ভুলে যাওয়া ঋণের অর্থ ফেরত পেতে পারেন।

কন্যা : ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর

নর-নারী নির্বিশেষে এ সপ্তাহে ভুল বোঝার ফলে আপনার ভালো কাজটাও সমালোচিত হতে পারে। বদনামের সম্মুখীন হতে পারেন।

তুলা : ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর

জাতকের ফটকা ব্যবসায়ে সুফল আসতে পারে। ব্যবসায়ে অর্থ লগ্নি করলে লাভের মুখ দেখতে পারেন। তবে সুদে টাকা খাটাবেন না।

বৃশ্চিক : ২৩ অক্টোবর-২০ নভেম্বর

নারী-পুরুষ নির্বিশেষে জাতকের লগ্নানুযায়ী বুধ ও শুক্রের অবস্থানানুসারে দূরের যাত্রা অশুভ। সম্ভব হলে পরিবারের সঙ্গে দূরের যাত্রা পরিহার করুন।

ধনু : ২১ নভেম্বর-২০ ডিসেম্বর

জাতকের এ সপ্তাহটা পোষা বিড়াল, রাস্তার ভবঘুরে সারমেয় হতে একটু সাবধানে থাকা উচিত। না হলে ওদের বিষ দংশনে আহত হতে পারেন।

মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি

জাতক ও জাতিকার এ-সপ্তাহটা মিডিয়া জগতের ব্যক্তিত্বদের সুনাম বয়ে আনবে। মঞ্চের শিল্পীরা, টিভি ও চলচ্চিত্রের চেয়ে বেশি সুনাম পাবেন।

কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি

রাহু ও শনি গ্রহের ফেরে এ সপ্তাহটা আর্থিক কষ্টে অতিবাহিত হবে। স্ত্রীর ভাগ্যে হঠাৎ হারানো সম্পত্তির দলিল দস্তাবেজ ফিরে. পাওয়ার যোগ আছে।

মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ

জাতকের এ সপ্তাহটা বিদেশ থেকে কোনো আত্মীয়ের প্রত্যাবর্তনের ফলে অর্থপ্রাপ্তির যোগ আছে। অনূঢ়া নারীর ভালো ঘরে বিবাহ হতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/২৭ জানুয়ারী ২০২৩/সকাল ৯:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit