স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেটের অধিনায়ক বাবর আজমের অধিনায়কত্ব এবং ব্যাটিং দক্ষতার প্রশংসা করেছেন দেশটির স্পিনার শাদাব খান। তিনি বলেছেন, বাবর এমন খেলোয়াড় যার ব্যাটে সর্বদাই রান আসে। আর এটি সম্ভব হয় অনুশীলনের সময় তার কঠোর পরিশ্রম ও ডেডিকেশনের কারণে।
তবে বাবর আজম চমৎকার নৈপুণ্য দেখালেও জল্পনা ছড়িয়েছে যে, তাকে তিন ফরম্যাটের নেতৃত্ব থেকে সরিয়ে এক বা একাধিক ফরম্যাটে রাখা হতে পারে। তার বিকল্প হিসেবে শান মাসুদের কথা শোনা যাচ্ছে। আসন্ন পাকিস্তান প্রিমিয়ার লিগে (পিসিএল) বাবর আজম পেশোয়ার জালমির নেতৃত্বেই থাকছেন। আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে ১৯ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে পিসিএল। অপরদিকে, পিসিএলে ইসলামাবাদ ইউনাইটেডের নেতৃত্ব দেবেন শাদাব।
কিউএনবি/আয়শা/২৬ জানুয়ারী ২০২৩/রাত ১০:৪৯