মোঃ আফজাল হোসেন ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা সংলগ্ন চিরির বন্দর উপজেলার দৌলতপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা মরহুম মমতাজ মোল্লার ক্রয়কৃত জমিতে নির্মিত বাড়ী আদালতে প্রতিপক্ষ বাবুল গংরা ভুল তথ্য প্রদান করে রায় নিয়ে গত ১২/০১/২০২৩ ইং তারিখে আদালত কর্তৃক বাড়ী ভাংচুরের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার দুপুর ১ টায় আমবাড়ী বাজারে বীর মুক্তিযোদ্ধাদের ঘন্টা ব্যাপি মানববন্ধন অনুষ্টিত হয়।
মানববন্ধনে আদালতের কাছে কাগজ পত্র যাচাই আন্তে ন্যায় বিচারের দাবিতে বক্তব্য রাখেন চিরির বন্দর উপজেলার দৌলতপুর গ্রামের ভুক্তভূগী বীর মুক্তিযোদ্ধা মরহুম মমতাজ মোল্লার পুত্র মো: সংগ্রাম মোল্লাহ। এছাড়া অনন্যদের মধ্যে বক্তব্য রাখেন, চিরির বন্দর উপজেলার সাবেক ইউপি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মিজানুর রহমান, পূনট্টি ইউপির বীর মুক্তিযোদ্ধা শ্রী: ধীরেন্দ্রনাথ রায়, গোবিন্দপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ তাজিমুদ্দীন,পূনট্টি ইউপির বীর মুক্তিযোদ্ধা শ্রী: দিনেশ চন্দ্র রায়,পূনট্টি ইউপির বীর মুক্তিযোদ্ধা শ্রী: গনেন্দ্র নাথ রায়, চকমুসা গ্রামের বীর মুক্তিযোদ্ধা শ্রী: হীরালাল রায়, তাজপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ আহম্মেদ নাসির উদ্দীন, , চকমুসা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম, তাজপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ আলতাব হোসেন, , দৌলতপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ শামসুদ্দীন মোল্লাহ। মানবন্ধনে চিরির বন্দর উপজেলার শতাধিক বীর মুক্তিযোদ্ধা ও ভূক্তভূগী মরহুম মমতাজ মোল্লার স্ত্রী, পুত্র সহ এলাকার লোকজন ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীগন উপস্থিত ছিলেন।
কিউএনবি/আয়শা/২৬ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৪৪