শরীয়তপুর প্রতিনিধি : জালিয়াতির মাধ্যমে নিজ নামে জমি দলিল করে নেওয়ার অভিযোগ উঠেছে দলিল লিখক হাবিবুর রহমানের বিরুদ্ধে। হাবিব ভেদরগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে একজন নিবন্ধিত দলিল লিখক। ইতোমধ্যে তিনি জালিয়াতির মাধ্যমে অনেক অসহায় পরিবারের জমি নিজ নামে করে নেয়ার অভিযোগ রয়েছে। এই পর্যায়ে ক্ষতিগ্রস্থ পরিবার ও এলাকাবাসী একজোট হয়ে ২২ জানুয়ারী রোববার বিকেলে উপজেলার ডিএমখালিতে দলিল লিখক হাবিবুর রহমানের বিরুদ্ধে ঝাড়– মিছিল করেছে।জানাগেছে, সম্প্রতি ডিএমখালির শফি মাদবর তার বোনের জমি ক্রয়ের দলিল রেজিষ্ট্রি করার জন্য দলিল লিখক হাবিবুর রহমানের কাছে যায়। জমির কাগজপত্রে বিভিন্ন সমস্যা রয়েছে বলে ক্রেতাকে ভীত করে ফেলে। পরে দলিল লিখক হাবিব তার নিজ নামে সেই জমি দলিল করে নেয়।
শফি মাদবরের মেয়ে খাদিজা অভিযোগ করে বলেন, তার পিতার ক্রয়কৃত জমির খোঁজ খবর নেওয়ার জন্য দলিল লিখক হাবিবকে তাদের বাড়িতে ডাকা হয়। বাড়িতে কোন পুরুষ মানুষ না থাকায় হাবিব খাদিজার শ্লীলতাহানির চেষ্টা করে। তখন প্রতিবেশিরা এসে হাবিবকে জুতোপেটা করে। এক পর্যায়ে হাবিব পড়নের জামা-কাপড় ফেলে দৌড়ে পালিয়ে যায়।ঝাড়ু মিছিল থেকে জুয়েল মাদবর বলেন, এর আগেও হাবিব অনেক মানুষের জমি প্রতারনার মাধ্যমে আত্মসাৎ করেছে। আমরা তার প্রতারণার হাত থেকে রক্ষা চাই। দলিল লিখক হাবিবের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে সে সকলকে পথে বসিয়ে দিবে।হনুফা বেগম জানায়, শফি মাদবরের ৫ টি মেয়ে কোন ছেলে নাই। ধার দেনা করে তার বোনের সম্পত্তি ক্রয় করেছে। দলিল লিখক হাবিব প্রতারনা করে সেই জমি নিজের নামে করে নিয়েছে। হাবিবের প্রচুর প্রভাব ও টাকা আছে। তার জোরে হাবিব মানুষের সাথে খারাপ আচরণ করে। আমরা হাবিবের বিচার দাবী করছি।
এর পূর্বে সে এক বৃদ্ধ ব্যক্তির কাছ থেকে জালিয়াতি করে জমি লিখে নেয়। ওই ব্যক্তির মৃত্যুর পরে তার কবরস্থানে লাশ দাফন করতে হাবিব বাধা দেয়। পরে স্থানীয়দের তোপের মুখে পড়ে হাবিব কেটে পড়ে। কাশিমপুর এলাকায় এক জমি পাওয়ার নিয়ে খুন পর্যন্ত হয়েছে। এই সকল অবৈধ কাজের সাথে হাবিব জড়িত। একজনের ১ শতাংশ জমি ক্রয় করে ৫ শতাংশ লিখে নেওয়ার অভিযোগও হাবিবের বিরুদ্ধে রয়েছে।দলিল লিখক হাবিবুর রহমান জানায়, এলাকার একটি চক্র তার টাকা পয়সার প্রতি ইশ্বানিত হয়ে পড়েছে। চক্রটি পদে পদে তার সম্মান হানি করার জন্য উঠে পড়ে লেগে আছে। তিনি নিয়ম ও বিধি বহির্ভূত কোন কাজ করেন না।ভেদরগঞ্জ উপজেলা দলিল লিখক সমিতির সভাপতি আব্দুল জাব্বার রাড়ী বলেন, দলিল লিখক হাবিবুর রহমানের বিরুদ্ধে আমাদের কাছে কোন সুনির্দিষ্ট অভিযোগ নাই। তবে মাঝে মধ্যে ভুল ত্রুটির অভিযোগ আসে। ভুল মানুষ মাত্রই হতে পারে।
কিউএনবি/অনিমা/২৩ জানুয়ারী ২০২৩/দুপুর ১২:০৬