বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : বিএনপি’র সংসদ সদস্যের পদত্যাগ। প্রার্থী দেয়নি আওয়ামী লীগ। স্বতন্ত্র হিসেবে ভোটে দাঁড়ানো আওয়ামী লীগ নেতাদের সরে দাঁড়ানো। দুই মূল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতীক বদল। অতপর: প্রচারণায় নেমেও একজনের সরে দাঁড়ানো। নাটকীয়তা অব্যাহত ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে। শেষ নাটক জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী জিয়াুল হক মৃধার সরে দাঁড়ানো। তিনি সরে দাঁড়িয়েছেন এমন একটি লিখিত বক্তব্য এ প্রতিবেদকের হাতে রয়েছে। তবে বুধবার দুপুর নাগাদ মোবাইল ফোন বন্ধ থাকায় এ বিষয়ে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তিনি প্রথমে সিংহ পরে আপেল বরাদ্দ পান।
আসনটিতে এখন জাতীয় পার্টির প্রার্থীসহ চারজন লড়াই করবেন। এর মধ্যে একজন জাকের পার্টির ও দুজন স্বতন্ত্র হয়ে লড়বেন। এ আসনের প্রার্থী আবদুস সাত্তার ভূইয়া প্রথমে দলীয় সিদ্ধান্তে সংসদ থেকে পদত্যাগ করেন। পরে বিএনপি থেকে পদত্যাগ করে তিনি প্রার্থী হন। এরপর দল তাকে বহিস্কার করে। তিনি প্রথমে ডাব প্রতীক বরাদ্দ পান। ডাব দলীয় প্রতীক হওয়ায় তাকে ‘কলার ছড়া’ বরাদ্দ দেওয়া হয়। কলার ছড়া নিয়ে গত সংসদ নির্বাচনে সাত্তারের কাছে সামান্য ভোটে হেরেছিলেন আওয়ামী লীগ নেতা মঈন উদ্দিন মঈন।
এদিকে সরে দাঁড়ানোর চিঠিতে জিয়াউল হক মৃধা উল্লেখ করেন, ০১ ফ্রেরুয়ারি অনুষ্টিতব্য সরাইল আশুগঞ্জ আসনের উপ-র্নিবাচনে স্বতন্ত্র পদে র্প্রাথী হয়েছিলাম । উল্লেখ্য যে, আমি র্দীঘদিন যাবত পল্লী বন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ এর দল জাতীয় পার্টি ব্রাহ্মণবাড়িয়া জেলার আহবায়ক ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান পদে থেকে অত্র আসন হতে দু’বারে সংসদ সদস্য নিবাচিত হয়ে পল্লী বন্ধু হুসাইন এরশাদ ও বেগম রওশন এরশাদ র্কতৃক সূচিত বহুমূখি উন্নয়নের ধারায় নিজেকে সম্পৃক্ত রাখার চেষ্টা করেছি। তবে আসন্ন উপ নিবাচন পরর্বতী সংসদীয় মেয়াদকাল জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য জন্য খুব সংক্ষিপ্ত সময়।
০১ ফেরুয়ারি ২০২৩ বাভি অনুষ্টিতব্য উপ র্নিবাচনের প্রচারনায় আমি আমার র্নিবাচনী আসনের সম্মানিত ভোটারগনকে যে ওয়াদা এবং আশ্বাস দিয়ে ভোট র্প্রাথণা করবো, সংক্ষিপ্ত সময়ে সে ওয়াদা ও আশ্বাস দিয়ে সম্মানিত ভোটারগনের সাথে প্রতারনা করতে পারি না । সংবিধান অনুযায়ী অনুষ্টিতব্য আগামী দ্বাদশ জাতীয় সংসদ র্নিবাচনে আমার আসনের সম্মানিত ভোটারগনের ম্যান্ডেট নিয়ে ইনশাআল্লাহ জয়ী হয়ে আমার উন্নয়নের পরিকল্পনা ও আশ্বাস তথা আমার অসমাপ্ত পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবো বলে আমি দৃঢভাবে বিশ্বাস করি
এ প্রেক্ষিতে ০১ ফ্রেরুয়ারী ২০২৩ তারিখ সরাইশ আশুগঞ্জ আসনের উপ র্নিবাচন হতে আমি এড মো জিয়াউল হক মৃধা স্বেচ্ছায় সরে দাঁড়ালাম। পরিশেষে, আমার সর্মথক নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী যারা সর্বাক্ষণিক আমার সাথে ছিলেন ও নির্বাচনি এলাকার আপামর জনগণের নিকট গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।
কিউএনবি/আয়শা/১৮ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:৪৩