মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি : গত কয়েক বছরের চেয়ে শীতের তীব্রতা জয়পুরহাটে এবার অনেক বেশি। শীতবস্ত্রের অভাবে চরম দুর্ভোগ পোহাতে হয় এই এ লাকার খেটেখাওয়া সাধারণ মানুষদের। আর এ বিষয়টি নজরে আসে জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলমের। তাই তিনি জেলার পাঁচবিবি , সদর , কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর উপজেলায় শীতবস্ত্র বিতরণ করেছেন।ব্যক্তিগত উদ্যোগে গত কয়েকদিনে জেলার ৫ উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে গরীব, অসহায়, হতদরিদ্র, এতিম ও সুবিধা বঞ্চিত ৩০ হাজার শীতার্তদের শীতবস্ত্র বিতরণ করেন তিনি। পুলিশের প্রতি মানুষের বরাবরই নেতিবাচক ধারণা রয়েছে। মানুষের সেই চিরাচরিত ধারণা পাল্টে দিয়েছেন পুলিশ সুপার নূরে আলম। কম্বলের পাশাপাশি শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষের জন্য স্যুয়েটারসহ বিভিন্ন ধরনের ভালোমানের শীতবস্ত্র বিতরণ করেন তিনি।
জয়পুরহাট রেল ষ্টেশনে রাতে শুয়ে থাকা ঘরবাড়ীহীন অসহায় আব্দুল করিম জানান, আগে দেখেছি পুলিশ রাত হলে আমাদের ষ্টেশন থেকে তাড়িয়ে দিত। এই এসপি সাহেব অনেক ভালো তিনি আমাদের কোন সমস্যা করেন না। বরং তিনি অনেক রাতে এসে আমাদের শীতর কাপড় দিয়ে গেছেন।এ ব্যাপারে পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম বলেন, পেশাগত দারিত্বের কারণে অনেক সময় রাতে বের হতে হয়। তখন দেখেছি শীতার্ত মানুষের করুণ দৃশ্য। পুলিশ সব সময় সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। আমার ব্যক্তিগত উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘সমাজে অনেক বিত্তবান রয়েছেন, তারা যদি স্বদিচ্ছা নিয়ে এগিয়ে আসেন তাহলে শুধু জয়পুরহাট কেন সমগ্র দেশেই দরিদ্রতা কমে আসবে। একজন বিত্তবান ব্যক্তির ১০০ জন দরিদ্র ব্যক্তির পাশে দাঁড়ানোর সক্ষমতা রয়েছে। এভাবে যদি একজন করে ১০০ জন বিত্তবান ব্যক্তি দরিদ্রদের পাশে দাঁড়ান তাহলে এক হাজার দরিদ্রের দারিদ্রতা কমে যাবে।’
এ সময় অসহায় মানুষের সেবায় এগিয়ে আসতে বিত্তবানদের প্রতি আহ্বান জানান তিনি।
কিউএনবি/অনিমা/১৮ জানুয়ারী ২০২৩/দুপুর ১:৫১