মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পাথরঘাটা বৌদ্ধ বিহার এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠি পরিবারের নারী-পুরুষ ও শিশুদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরন বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে স্থানীয় রামদেও বাজলা সরকারী উচ্চ বিদ্যালয়ের সহযোগীতায় এসব শীতবস্ত্র ও শিক্ষা উপকরন বিতরণ করেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।
এ সময় পাথরঘাটা ঐতিহাসিক বৌদ্ধ বিহার কমপ্লেক্সের অধ্যক্ষ সুশীলপ্রিয় ভিক্ষু’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, রামদেও বাজলা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমদাদুল হক সহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কিউএনবি/আয়শা/১৭ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:৩০