শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১২:৫০ অপরাহ্ন

ভুলে ভরা ষষ্ঠ শ্রেণির ইংরেজি বই!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ৮৭ Time View

ডেস্ক নিউজ : শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালো।এই আলো জ্বালানির শিক্ষাটাও হতে হবে শুদ্ধ ও পরিমার্জিত। কিন্তু ২০২৩ সালের অনেক শ্রেণির পাঠ্যবইয়ে ভুল আর ভুল। 

আমার চোখে দেখা ষষ্ঠ শ্রেণির ইংরেজি প্রথম পত্র বইয়ের কিছু সাধারণ ভুল, যা কোমলমতি শিশুদেরকে বিভ্রান্ত করে তুলবে, এমন কিছু ভুল দেখে রীতিমতো বিস্মিত হলাম। তাহলে আমাদের শিশুরা কি ভুল পড়া পড়ে শিক্ষা জীবনের মাধ্যমিক স্তর শুরু করবে?

প্রশ্ন উঠছে, বইয়ের ছাপার মান, সম্পাদনার মান, বইয়ের লেখকদের লেখার মান নিয়ে! 

ষষ্ঠ শ্রেণির ২০২৩ সালের ইংরেজি বইয়ের কিছু ভুল তুলে ধরা হলো-

১৭ নম্বর পৃষ্ঠায়  agesz লেখা, কিন্তু এটির শুদ্ধ বানান ages হবে। ১১ পৃষ্ঠায় things লেখা, কিন্তু এটি Things হবে। ২৩ পৃষ্ঠায় প্রাত্যাহিক লেখা, কিন্তু শুদ্ধ হবে প্রাত্যহিক। ৬৯ পৃষ্ঠায় modal verb লেখা, কিন্তু শুদ্ধ হবে modal verbs। ৪৪ পৃষ্ঠায় hand up লেখা, কিন্তু শুদ্ধ হবে hands up। ৮২ পৃষ্ঠায় conversion লেখা, কিন্তু শুদ্ধ হবে conversation। ৮৪ পৃষ্ঠায় younger লেখা, কিন্তু শুদ্ধ হবে youngers। ৮৫ পৃষ্ঠায় C, D প্রশ্নের মধ্যে কোনো শব্দের নিচে আন্ডারলাইন করা নেই। ১০৪ পৃষ্ঠায় ‘পরে’ লিখছে, কিন্তু শুদ্ধ হবে ‘পড়ে’। ১১০ পৃষ্ঠায় ‘কোন’ লেখা, কিন্তু শুদ্ধ হবে কোনো। ১২৬ পৃষ্ঠায় লেখা ‘সব বন্ধুদের’, কিন্তু শুদ্ধ হবে ‘বন্ধুদের’। ১৩৩ পৃষ্ঠায় শ্রেনি, কিন্তু শুদ্ধ হবে ‘শ্রেণি’। ১৪৯ পৃষ্ঠায় ‘খুজে’ লেখা, কিন্তু শুদ্ধ হবে ‘খুঁজে’। ১৬৫ পৃষ্ঠায় ‘কৃত্তিমভাবে’ লেখা, কিন্তু শুদ্ধ হবে ‘কৃত্রিমভাবে’। ১৪৯ পৃষ্ঠায় Four friend’s লেখা, কিন্তু শুদ্ধ হবে Four friends । শেষ কভার পেইজের নিচে Government of the peoples’ Republic লেখা, কিন্তু শুদ্ধ হবে Government of the people’s Republic। 

এছাড়াও বইয়ের বিভিন্ন স্থানে- করো, পড়ো, দেখো- শব্দগুলো লেখা, কিন্তু শুদ্ধভাবে (কর,পড়,দেখ) শব্দগুলো হওয়ার দরকার। 

ষষ্ঠ শ্রেণির ইংরেজি বইয়ে এই পরিমাণ ভুল হলে, উপরের শ্রেণির বইগুলোতে কী পরিমাণ ভুল তা বলা মুশকিল। এছাড়াও ষষ্ঠ শ্রেণির ইংরেজি বইয়ে আরো ভুল থাকতে পারে, যা আমার চোখে ধরা পড়েনি হয়তো।

আমরা কি তাহলে কোমলমতি শিশুদেরকে ভুল শিক্ষা দিয়ে বড় করছি? এই দায় কার? মাধ্যমিকের শুরুতে একটি শিক্ষার্থী ভুল ইংরেজি শিখে বড় হবে। ভবিষ্যতে সে আর শুদ্ধ শিখবে কী করে? তার যে মূল পড়াই ছিল ভুল। তাহলে এত কোটি কোটি টাকা খরচ করে কি জন্য ডক্টরেট ডিগ্রি পাওয়া ব্যক্তিদের রাখা হলো বইয়ের সংস্করণ এবং শুদ্ধভাবে লেখার জন্য এবং অভিজ্ঞ ব্যক্তিদেরও কোটি কোটি টাকা খরচ করে বই ছাপানোর জন্য রাখা হলো? 

এই যে সাধারণ ভুলগুলো হলো ষষ্ঠ শ্রেণির বইয়ে তার দায় কী বইয়ের কার্যক্রমের সাথে জড়িত কেউ এড়াতে পারবেন? তারাই যদি ভুল পড়া শিক্ষার্থীদের শিখতে নির্দেশ দেয় তাহলে এই জাতির ভবিষ্যৎ কী?

২০২৩ সালে ৪ কোটির বেশি শিক্ষার্থীর জন্য প্রায় ৩৪ কোটি পাঠ্যবই বিনা মূল্যে বিতরণ করা হচ্ছে। এর মধ্যে প্রাথমিকে ৯ কোটি ৬৬ লাখের বেশি এবং মাধ্যমিকে ২৩ কোটি ৮৩ লাখ ৭০ হাজারের বেশি বই দেওয়া হচ্ছে। কিন্তু এসব বই থেকে শিক্ষার্থীরা কতটুকু শুদ্ধ পড়া শিখতে পারবে, তা আজ প্রশ্নবিদ্ধ। 

লেখক: শিক্ষার্থী, ফেনী সরকারি কলেজ।

কিউএনবি/অনিমা/১৭ জানুয়ারী ২০২৩/দুপুর ২:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit