শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৮:০৮ অপরাহ্ন

রেজিস্ট্রার ও সাবরেজিস্ট্রি অফিসে সিসি ক্যামেরা স্থাপনের দাবি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ৬১ Time View

ডেস্ক নিউজ : সারা দেশে রেজিস্ট্রার ও সাবরেজিস্ট্রি অফিসে জরুরি ভিত্তিতে সশস্ত্র আনসার সদস্য নিয়োগ ও সিসি ক্যামেরা স্থাপনের দাবি জানিয়েছেন বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও মহাসচিব। 

সোমবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল হকের সঙ্গে বিআরএসএর মতবিনিময়সভায় তারা এ দাবি করেন।

পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের আলোচ্য বিষয় গণমাধ্যমকে জানায় বিআরএসএ।

এতে বলা হয়, আপনি ইতোমধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার ইউসুফ আলীর ওপর শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রত্যক্ষ ও পরোক্ষ নেতৃত্বে সশস্ত্র হামলার বিষয়টি অবগত হয়েছেন। বিগত ১০-০১-২০২৩ খ্রি. তারিখে সম্পূর্ণ অন্যায়ভাবে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার ইউসুফ আলীর ওপর সশস্ত্র হামলা করা হয়।ওই হামলায় সাব-রেজিস্ট্রার ইউসুফ আলী গুরুতর জখম হয়ে অদ্যাবধি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ধরনের ন্যক্কারজনক হামলায় একজন প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা গুরুতর জখম বা আহত হওয়ায় দেশের সব সাব-রেজিস্ট্রার সরকারি দপ্তরের স্বীয় দায়িত্ব পালনে নিরাপত্তাহীনতায় ভুগছেন। উল্লেখ্য, সাব-রেজিস্ট্রি অফিসসহ সদর মহাফেজখানাসমূহে জনসাধারণের মূল্যবান দলিলপত্রসহ সব প্রকার রেকর্ডপত্র সংরক্ষিত থাকে, যার নিরাপত্তা হুমকির সম্মুখীন। তা ছাড়া, দেশের সব সাব-রেজিস্ট্রি অফিসে সিসি ক্যামেরা না থাকায় যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা নিরাপত্তাজনিত প্ৰমাণক নির্ণয়ে জটিলতার সৃষ্টি হচ্ছে।

বর্ণিত অবস্থা বিবেচনায় দেশের সব জেলা রেজিস্ট্রি ও সাব-রেজিস্ট্রি অফিসসহ সদর মহাফেজখানায় জরুরি ভিত্তিতে দুজন সশস্ত্র আনসার সদস্য নিয়োগ ও সিসি ক্যামেরা স্থাপন করা একান্ত আবশ্যক।

অতত্রব চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের মতো এ ধরনের ন্যক্কাজনক ঘটনা দেশের অন্য কোনো সাব-রেজিস্ট্রি অফিসে যেন পুনরাবৃত্তি না ঘটে এবং সব সাব-রেজিস্ট্রি অফিসে নিরাপত্তাব্যবস্থা সুসংহত করার নিমিত্ত জরুরি ভিত্তিতে দুজন সশস্ত্র আনসার সদস্য নিয়োগ ও সিসি ক্যামেরা স্থাপন করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিজ্ঞ মহোদয়ের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।

কিউএনবি/অনিমা/১৭ জানুয়ারী ২০২৩/দুপুর ২:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit