স্পোর্টস ডেস্ক : বিসিবি ‘উদ্ভাবিত’ নতুন প্রযুক্তি এডিআরএস নিয়ে বিতর্ক যেন থামছেই না। কাল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ব্যাটার জাকের আলী অনিকের উইকেট নিয়েও শুরু হয়েছে বিতর্ক। সাধারণ চোখে এটা পরিষ্কার আউট না হলেও থার্ড আম্পায়ারে সিদ্ধান্তে মাঠ ছাড়তে বাধ্য হন এই ক্রিকেটার। যা নিয়ে অসন্তুষ্টির কথা জানিয়েছিলেন খোঁদ কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। পরে বিসিবি তাদের ব্যাখ্যা জানিয়েছে। কিন্তু বোর্ডের এমন নিয়ম জানা ছিল না ক্রিকেটারদের।
আজ সাগরিকায় সিলেট স্ট্রাইকার্সের উইকেট-রক্ষক ব্যাটসম্যান আকবর আলিকে এ নিয়ে প্রশ্ন করা হলে এমন নিয়মের কথা পূর্বে জানতেন না বলে জানান তিনি। তার ভাষ্য, টুর্নামেন্টে সব দলের অধিনায়করা এমন নিয়ম জানলেও জানতে পারেন। আকবর আলি বলেন, ‘দেখুন আমরা জানি যে, আইসিসির রুলস অনুযায়ী খেলা হচ্ছে। এখন এর বাইরে অধিনায়ক মিটিংয়ে কোনো কথা হয়েছে কি না এগুলো একচুয়ালি আমাদের জানার কথাও না। কিন্তু আমরা যেটা জানতাম বিপিএলে ইন্টারন্যাশনালি যেটা ফলো করা হয় সে অনুযায়ী খেলা হচ্ছে। তো আমার মনে হয় না এটা আমাকে প্রশ্ন করলে আমি উত্তর দিতে পারবো।’
জাকেরের উইকেট নিয়ে ব্যাপক সমালোচনার পর রাত ১১টা ২০ মিনিটে বিসিবি জানায়, বিপিএলের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত সঠিক। বিপিএলের প্লেয়িং কন্ডিশনে দেখা যায়, পরিশিষ্ট ডি ১- এর ৬.৪.৩.৩ ধারা অনুযায়ী, বলের কোনো অংশ স্টাম্প লাইন স্পর্শ করলেই তাকে ‘ইন লাইন’ বলে ধরে নেওয়া হবে। যদিও ক্রিকেটের মৌলিক আইনে আছে, বলের বেশির ভাগ অংশ বা অন্তত ৫১ ভাগ অংশ থাকতে হবে লাইনে ।
টুর্নামেন্ট শুরু হওয়ার আগে এমন নিয়মের কথা সংবাদমাধ্যমকে জানায়নি বিপিএল গভর্নিং কাউন্সিল ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। খোদ জানতেন না দলের কোচ ও ম্যানেজম্যান্ট টিমও।
কিউএনবি/আয়শা/১৫ জানুয়ারী ২০২৩/রাত ৮:০২