আন্তর্জাতিক ডেস্ক : নেপালের পোখারায় ইয়েতি এয়ারলাইনসের বিধ্বস্ত বিমান থেকে এখন পর্যন্ত ৪০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি। তবে নিহতদের নাম কিংবা পরিচয় এখনো জানানো হয়নি। বিবিসি জানিয়েছে, বিমানটি অবতরণের সময় বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। ইয়েতি এয়ারলাইনসের ওই বিমানে ৬৮ জন যাত্রী ও ৪ জন ক্রু ছিলেন।
ইয়েতি এয়ারলাইনসের মুখপাত্র সুদর্শন বারতৌলা বলেছেন, পুরনো বিমানবন্দর এবং পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যবর্তী স্থানে বিধ্বস্ত হয়েছে বিমানটি। বিধ্বস্ত হওয়া বিমানের ৬৮ জন যাত্রীর মধ্যে ৫৩ জন নেপালি এবং ১৫ জন বিদেশি নাগরিক। এরই মধ্যে কয়েক শ সেনা সদস্য উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন।
বিদেশি ১৫ জন যাত্রীর মধ্যে ৫ জন ভারতীয়, ৪ জন রুশ এবং ২ জন কোরীয় নাগরিক। এ ছাড়া আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা এবং ফ্রান্সের ১ জন করে যাত্রী রয়েছেন। নেপালে বিমান দুর্ঘটনা মাঝে মাঝেই ঘটে। গত বছরের মে মাসে তারা এয়ারের একটি বিমান বিধ্বস্ত হয়ে ২২ জনের প্রাণহানি ঘটেছিল। এর আগে ২০১৮ সালে বাংলাদেশের ঢাকা থেকে কাঠমাণ্ডু গিয়ে অবতরণের সময় বিধ্বস্ত হয়ে ৫১ জন নিহত হয়।
সূত্র : বিবিসি
কিউএনবি/আয়শা/১৫ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:৪০