স্পোর্টস ডেস্ক : তরুণ ব্যাটসম্যান আফিফ হোসেন ও আফগান তারকা ব্যাটসম্যান দারবেস রসুলের ব্যাটিং তাণ্ডবে জয়ে ফিরল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। চার ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ পজিশনে রয়েছে চট্টগ্রাম। চার ম্যাচে ৮ ও ৬ পয়েন্ট করে নিয়ে এক ও দুই নম্বর পজিশনে রয়েছে সিলেট-বরিশাল।
শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিপিএল নবম আসরের ১২তম ম্যাচে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৫৮ রান করে ঢাকা ডমিনেটর্স। দলের হয়ে ৩৩ বলে সর্বোচ্চ ৪৭ রান করেন উসমান গনি। এছাড়া ১৮ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন আরিফুল হক। ২২ বলে ৩০ রানে ফেরেন অধিনায়ক নাসির হোসেন। ৩৩ বলে ২৮ রান করেন ওপেনার মিজানুর রহমান। টার্গেট তাড়ায় ১৪ বল হাতে রেখে ৮ উইকেটের জয় পায় চট্টগ্রাম।
কিউএনবি/আয়শা/১৫ জানুয়ারী ২০২৩/বিকাল ৩:৫০