স্পোর্টস ডেস্ক : খেলা থামিয়ে মাঠে প্রবেশ ও আম্পায়ারের সঙ্গে অসদাচরণের অভিযোগে শাস্তি পেতে হচ্ছে দুই ক্রিকেটারকে। রংপুর রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহানকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা গুণতে হচ্ছে। জরিমানা করা হয়েছে ফরচুন বরিশাল অধিনায়ক সাকিব আল হাসানকেও।
বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানিয়েছে, সাকিবকে জরিমানা করা হয়েছে। নুরুলকে ম্যাচ প্রতি পারিশ্রমিকের ১৫ শতাংশ জরিমানা গুণতে হচ্ছে। বিপিএলে আজকের প্রথম ম্যাচ শেষে দুজনই নিজেদের ভুল স্বীকার করেছেন। পরে তাদেরকে জরিমানা করেন ম্যাচ রেফারি আখতার আহমেদ।
কিউএনবি/আয়শা/১০ জানুয়ারী ২০২৩/রাত ৮:৩৩