মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে ভেজাল ও নিম্নমানের সার বাজারজাত করণের দায়ে মিলন আহমেদ (৩২) নামে এক যুবককে কারাদ- দিয়েছে ভ্রাম্যমান আদালত। একই সাথে তাকে একলক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুর ২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. হারুন অর রশিদ এই কারাদ- প্রদান করেন। দ-প্রাপ্ত আসামি মিলন আহমেদ মিরপুর পৌরসভার থানাপাড়া মহল্লার কামাল উদ্দিনের ছেলে।
মিরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, সে ২০২০ সালে স্থানীয় থানাপাড়া এলাকায় ম্যারিকো এগ্রোভেট নামে সারের মোরকজাত করণের লাইসেন্স নেয়। এরপর নিম্নমানের ভেজাল সার বাইরে থেকে সরবরাহ করে মোড়ক জাত করেন। এরপর সেটি বাজারে বিক্রি করেন। তিনি আরও জানান, সারের বিষয়ে সন্দেহ হলে সেটি ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। পরে সার পরীক্ষা করে ভেজাল সনাক্ত করা হয়। ভেজাল সারের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. হারুন অর রশিদ জানান, সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ এর ১৭(২)(ঘ)/১৭(৩) ধারায় অপরাধে দোষী সাব্যস্থ হাওয়ায় ৭দিনের সশ্রম কারাদ- দেয়া হয়েছে। একই সাথে তাকে একলক্ষ টাকা জরিমানা করা হয়েছে। দৌলতপুরে অবৈধ ইটভাঁটিতে অভিযানে ২৪ লক্ষ টাকা জরিমানা মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ ইটভাঁটিতে পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়েছে। অভিযানে জ্বালানী হিসেবে কাঠ পোড়ানোসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ৬টি ইটভাঁটিতে মোট ২৪ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত অবৈধ এসব ইটভাঁটিতে অভিযান চালানো হয়। দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। ইট প্রস্তুত ও ভাঁটা স্থাপন আইন ২০১৩ এর সংশোধিত ২০১৯ আইন অনুযায়ী অবৈধ ৬টি ইটভাঁটিকে ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
অভিযান হওয়া ইটভাঁটি গুলোর মধ্যে রয়েছে দৌলতপুর উপজেলার কিশোরীনগর গ্রামের মো. জনির ইটভাঁটিতে ৩ লক্ষ টাকা, চকদৌলতপুর গ্রামের রমজান আলীর দু’টি ইটভাঁটিতে ৩ লক্ষ টাকা, আদাবাড়িয়া গ্রামের রাজন মোল্লার ইটভাঁটিতে ৫লক্ষ টাকা, ডাংমড়কা এলাকার শামীমের ইটভাঁটিতে ৩ লক্ষ টাকা, জাহাঙ্গীর আলমের ইটভাঁটিতে ৫লক্ষ টাকা ও ফজলুর রহমানের ইটভাঁটিতে ৫ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। এসময় অবৈধ এসব ইটভাঁটির কাঁচা ইট ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। অভিযান চলাকালে কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাগণসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অনুমোদহীন অবৈধ এসব ইটভাঁটিতে অভিযান অব্যাহত থাকবে বলে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন।
কিউএনবি/আয়শা/০৯ জানুয়ারী ২০২৩/রাত ১১:০৮