৩. আছরের পর সূর্যাস্ত পর্যন্ত নামাজ পড়া মাকরুহ। (সহিহ বুখারি, হাদিস নম্বর : ৫৫১),
৪. ইকামতের সময় নামাজ পড়া মাকরুহ। (মুসলিম, হাদিস : ১১৬০)
ডেস্ক নিউজ : ১. ফজর উদিত হওয়ার পর ফজরের দুই রাকাত সুন্নত থেকে অতিরিক্ত নামাজ পড়া মাকরুহ। (মুসলিম, হাদিস : ১১৮৫),
৩. আছরের পর সূর্যাস্ত পর্যন্ত নামাজ পড়া মাকরুহ। (সহিহ বুখারি, হাদিস নম্বর : ৫৫১),
৪. ইকামতের সময় নামাজ পড়া মাকরুহ। (মুসলিম, হাদিস : ১১৬০)
৬. সময় যদি এত কম হয় যে সুন্নত পড়তে গেলে ফরজ নামাজ শেষ হয়ে যাবে, এমন সময় নামাজ পড়া মাকরুহ।
৭. খুব ক্ষুধা ও খানার প্রতি তীব্র চাহিদা হলে ওই সময় নামাজ পড়া মাকরুহ। এর ফলে খানার সঙ্গেই মন লেগে থাকবে, নামাজের সঙ্গে নয়। (মুসলিম, হাদিস : ৮৬৯)
৯. এমন কোনো বস্তুর উপস্থিতিতে নামাজ পড়া মাকরুহ, যে বস্তু নামাজ থেকে বিমুখকারী এবং খুশু-খুজুতে ব্যাঘাত সৃষ্টিকারী। (মুসলিম, হাদিস : ৮৬৯),
১০. আরাফার ময়দানে, বিশেষ করে হজযাত্রীদের জন্য জোহর আর আছরের মধ্যবর্তী সময়ে; মুজদালিফায়, বিশেষ করে হাজিদের জন্য মাগরিব ও এশার মধ্যবর্তী সময়ে নামাজ পড়া মাকরুহ। (মুসলিম, হাদিস : ১২৩৭; বুখারি, হাদিস : ১৫৬২)
কিউএনবি/আয়শা/০৭ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:১৪