স্পোর্টস ডেস্ক : বিশ্বের কোনো ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগেই ভারতীয় ক্রিকেটার দেখা যায় না, কারণ তাদের বোর্ডের কড়া নিষেধাজ্ঞা আছে, কিন্তু এবারের বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলবেন ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক উন্মুক্ত চাঁদ, ২০১২ সালে তার নেতৃত্বেই যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত কিন্তু নিজের ক্যারিয়ার বড় করতে পারেননি উন্মুক্ত, তাই ২০২১ সালে ক্রিকেট ছেড়ে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে,
এর আগে ঢাকা প্রিমিয়ার লিগ খেলার অভিজ্ঞতা থাকলেও এবার প্রথমবারের মতো তিনি খেলতে চলেছেন বিপিএলে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অভিজ্ঞতা নিয়ে উন্মুক্ত বলেন, ‘এটি (বিশ্বের নানান লিগ খেলা) অবশ্যই ভালো অভিজ্ঞতা আমি সবসময়ই এসব লিগে খেলতে চেয়েছি, কিন্তু বিসিসিআইয়ে (চুক্তিবদ্ধ) থাকার সময় তা সম্ভব হয়নি, ভারত ছাড়ার পর আমি বিশ্বের নানান লিগে খেলার সুযোগ পাচ্ছি, বিশ্বের সেরা ক্রিকেটারদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলতে পারার চেয়ে ভালো আর কী আছে
বাংলাদেশের ক্রিকেট নিয়ে ৩০ বছর বয়সী এই ক্রিকেটার বলেন, ‘বাংলাদেশে খেলা সবসময় উপভোগ করেছি, এর আগে ৩-৪ মৌসুম ডিপিএল খেলেছি, প্রথমবার বিপিএলে এসেছি, মাঠে নামার জন্য মুখিয়ে আছি, বাংলাদেশের ক্রিকেট ক্রমাগত এগিয়ে যাচ্ছে আমরা সবাই দেখেছি তারা ভারতের বিপক্ষে সবশেষ সিরিজে কত ভালো খেলেছে, বাংলাদেশের অনেক ক্রিকেটার বিশ্বের নানা লিগে খেলছে, এটিই বলে দেয় বাংলাদেশের ক্রিকেট অনেক উঁচুতে উঠছে,’
কিউএনবি/আয়শা/০৬ জানুয়ারী ২০২৩/দুপুর ১২:০০