আন্তর্জাতিক ডেস্ক : নতুন বছরের প্রাক্কালে মৃত্যু হয়েছে বিতর্কিত পোপ ষোড়শ বেনেডিক্টের। তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। ভ্যাটিকানের পক্ষ থেকে জানানো হয়েছে, পোপকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য ভ্যাটিকানের দরজা খুলে দেওয়া হবে। প্রায় সাত লাখ মানুষ আসতে পারে বলে মনে করা হচ্ছে। বহু মানুষ সোমবারই তাঁকে শ্রদ্ধা জানিয়েছে।
সোমবার ভ্যাটিকানের দরজা খোলা রাখা হয়েছিল ১০ ঘণ্টা। তবে মঙ্গল ও বুধবার দরজা ১২ ঘণ্টার জন্য খুলে রাখা হবে বলে ভ্যাটিকান জানিয়েছে। এরপর তার শেষকৃত্যের আয়োজন হবে। ভ্যাটিকানের ভেতর তার দেহ শায়িত থাকবে। তবে শেষকৃত্যের সব তথ্য এখনো প্রকাশ করেনি ভ্যাটিকান। এর আগে পোপ জন পলের শেষকৃত্যে কয়েক লাখ মানুষের সমাগম হয়েছিল। বিশ্বনেতারা ভ্যাটিকানে গিয়েছিলেন। এবারও তার ব্যতিক্রম হবে না বলেই মনে করা হচ্ছে।
এদিকে শেষকৃত্যে জার্মানি এবং ইতালিকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হবে বলেই ধারণা করা হচ্ছে। কারণ পোপ জার্মানির বাভারিয়ার মানুষ। সেখানেই তার ধর্মযাজকের জীবন শুরু। পরে তিনি ইতালিতে চলে যান। পোপ ষোড়শ বেনেডিক্ট নানা কারণে আলোচিত ব্যক্তিত্ব। একদিকে মনে করা হয়, খ্রিস্টান থিয়োলজিতে তাঁর মতো পাণ্ডিত্ব খুব কম মানুষের আছে। আবার অন্যদিকে তিনি গোঁড়া, রক্ষণশীল। তাঁর সময়ে একাধিক বিতর্ক দানা বেঁধেছিল। জার্মান চার্চে যৌন নির্যাতনের কথা সামনে এসেছে। তবে বেনেডিক্ট সরাসরি তা নিয়ে কখনোই কথা বলতে চাননি। ফলে অনেকেই মনে করেছেন, বেনেডিক্ট তথ্য গোপনের চেষ্টা করছেন।
অসুস্থতার কারণে বেনেডিক্ট নিজের পদ ছেড়ে দিয়েছিলেন। অবশষে ৯৫ বছর বয়সে তাঁর মৃত্যু হলো। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বিশ্বের খ্রিস্টান ধর্মাবলম্বীরা।
সূত্র : ডয়চে ভেলে
কিউটিভি/আয়শা/০৩ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:৩০