আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের শিক্ষার্থীরাই শুধু জ্ঞানার্জনে দেশের বাইরে যাবেন না; একসময় জ্ঞান-বিজ্ঞান চর্চার জন্য বিশ্বের নানা দেশ থেকে অসংখ্য শিক্ষার্থী, গবেষক আর বিজ্ঞানীরা তুরস্কে আসবেন। আর এ দেশ হবে বিজ্ঞান চর্চার কেন্দ্রভূমি। এমন মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। খবর ইয়েনিসাফাকের।
এরদোগান বলেন, ‘বর্তমানে তুরস্কে নতুন নতুন বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবিত হচ্ছে। এ সময় জোর দিয়ে এই তুর্কি প্রেসিডেন্ট বলেন, একসময় এই ভূখণ্ড হবে বিজ্ঞান ও প্রযুক্তির কেন্দ্র।
কিউএনবি/আয়শা/২৯ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৮