শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০২:১৬ অপরাহ্ন

আ. লীগের কাউন্সিল অধিবেশন শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ১০৪ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশন শুরু হয়েছে। আজ শনিবার (২৪ ডিসেম্বর) বিকেল ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এ অধিবেশন শুরু হয় ৷

অধিবেশনে সভাপতিত্ব করছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ অধিবেশনে প্রত্যেক বিভাগ থেকে দলের একজন করে নেতা বক্তব্য রাখছেন। কাউন্সিল অধিবেশনে দলের নেতৃত্ব নির্বাচন অর্থাৎ নতুন কেন্দ্রীয় কমিটি (কার্যনির্বাহী সংসদ) নির্বাচন হবে ৷

পুরনো কমিটি বিলুপ্ত করে তিন সদস্যের নির্বাচন কমিশনকে নেতৃত্ব নির্বাচনের দায়িত্ব দেওয়া হবে ৷ এই নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন প্রবীণ আওয়ামী লীগ নেতা ও দলের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। কমিশনের অন্য দুই সদস্য হলেন মশিউর রহমান ও সাহাবুদ্দিন চুপ্পু। এ অধিবেশনে ৭ হাজার কাউন্সিলর অংশ নিচ্ছেন ৷

এর আগে শনিবার সকাল সাড়ে ১০টায় শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন উদ্বোধন করেন দলটির সভাপতি শেখ হাসিনা। তারও আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর দলীয় পতাকা উত্তোলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

উদ্বোধনের পর নানা আনুষ্ঠানিকতা ও সাধারণ সম্পাদক ও সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের প্রথম অধিবেশন।

 

 

কিউএনবি/আয়শা/২৪ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit